নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মাত্র আধঘন্টায় ৩০ কেজি কমলালেবু খেয়ে ফেললেন চার যুবক! অবিশ্বাস্য হলেও বাস্তবে এবার এমনটাই ঘটল। আধঘন্টায় ৩০ কেজি কমলালেবু খেয়ে বিমানের লাগেজ ভাড়া কমালেন ৪ চীনা যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের ইউনান প্রদেশের। বিমানে চড়তে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। যার মধ্যে রয়েছে নির্দিষ্ট মাত্রায় মালপত্র বহন করার নিয়মটি।
বিমান সংস্থা থেকে নির্দিষ্ট করে দেওয়া ওজনের বেশি হলেই, গুণতে হবে অতিরিক্ত টাকা। নিয়মের এই বেড়াজালেই আটকে গেলেন ৪ যুবক। কিন্তু আশ্চর্যজনকভাবে বেশি ভাড়াও তাঁদের গুণতে হয়নি। কারণ বিমানবন্দরে বসেই মাত্র আধঘন্টায় নিজেদের মালপত্রের ওজন কমিয়ে ফেললেন ওই চার যুবক। খেয়ে ফেললেন ৩০ কেজি কমলালেবু।
জানা গিয়েছে, ওই যুবকদের সঙ্গে ছিল একটি বাক্স, যাতে ছিল ৩০ কেজি কমলালেবু। এটাই ছিল তাঁদের মালপত্রের মধ্যে বাড়তি। আর এটির জন্যই বিমানে দিতে হত অতিরিক্ত ভাড়া। বিমানবন্দরে পৌঁছে তাঁরা জানতে পারেন, তাঁদের ৩০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৩,৩৮৪ টাকা) দিতে হবে। যা তাঁরা দিতে চাননি। ফলে নিজেদের মধ্যেই শুরু হয়ে যায় একের পর এক কমলালেবু খেয়ে মালপত্রের ওজন কমানোর ‘প্রতিযোগিতা’। মাত্র আধঘন্টায় তাঁরা খেয়ে ফেললেন ৩০ কেজি কমলালেবু।
আরও পড়ুনঃ মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে মুক্তি পাক সুপ্রিমকোর্টের
তবে বিমানে অতিরিক্ত ভাড়া না দিতে হলেও মাশুল তাঁদের গুণতেই হল। এত কমলালেবু একসাথে খাওয়ার পরই তাঁদের সকলের শারীরিক সমস্যা শুরু হয়। তাঁদের একদিকে যেমন মুখে আলসার হয়ে যায়, তেমনই কমলালেবুর প্রতি অরুচিও হয়ে যায়। ওয়াংয়ের দাবি, জীবনে আর কোনওদিনই তিনি কমলালেবু খাবেন না। বিমানবন্দরে ওয়াংদের কমলালেবু খাওয়ার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584