ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
[Breaking] Four Convicts Hanged To Death At Tihar Jail In Nirbhaya Case After Late Night Legal Batttles https://t.co/LIptJ7p5oe
— Live Law (@LiveLawIndia) March 20, 2020
প্রায় রাত ভর চলল শুনানি। তবুও বিচারপতিরা অনড় রইলেন। অবশেষে নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত অক্ষয় ঠাকুর, মুকেশ সিংহ পবন গুপ্তা ও বিনয় শর্মার ফাঁসি কার্যকর করা হলো।
#WATCH Asha Devi, mother of 2012 Delhi gang rape victim shows victory sign & hugs her sister Sunita Devi and lawyer Seema Kushwaha. pic.twitter.com/rskapVJR13
— ANI (@ANI) March 20, 2020
সালটা ছিল ২০১২। সেই ২০১২ সালের এক শীতের রাতে গণধর্ষণের শিকার হয় নির্ভয়া। ছিন্নভিন্ন করে দেওয়া হয় তাঁর দেহ। সেই ধর্ষণ সারা দেশেকে নাড়িয়ে দেয়।
অভিযুক্ত ৬ জনের মধ্যে এক জন নাবালক হওয়ায় আগেই ছাড়া পেয়ে যায়।২০১৩ সালে জেলেই আত্মহত্যা করেন আরেক অভিযুক্ত রাম সিং।
Delhi: People, including women rights activist Yogita Bhayana celebrate & distribute sweets outside Tihar jail where four 2012 Delhi gang-rape case convicts were hanged at 5:30 am today. https://t.co/UzgNQgeGoV pic.twitter.com/ffS56YpFt9
— ANI (@ANI) March 20, 2020
বাকিদের মৃত্যুদন্ড নিয়ে চলে দীর্ঘ চাপানউতোর। এমনকি আজও প্রায় সারারাত ধরে চলে শুনানি। শেষ পর্যন্ত বাকি চারজনকে দিল্লির তিহার জেলে ফাঁসি কাঠে ঝোলান হয় আজ ভোর ৫:৩০টায়।
Sandeep Goel, Director General of Tihar jail: Doctor has examined all four convicts (of 2012 Delhi gang-rape case) and declared them dead. https://t.co/Bqv7RG8DtO pic.twitter.com/fIMR9xvVnh
— ANI (@ANI) March 20, 2020
পরে তিহার জেলের ডিরেক্টার জেনারেল সংবাদ মাধ্যমকে জানান যে ডাক্তার চারজনের মৃত্যু নিশ্চিত করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584