নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
গ্রীন জোনের স্বপ্নভঙ্গ, আলিপুরদুয়ার জেলায় ৪ করোনা পজেটিভ জানালো জেলা স্বাস্থ্য বিভাগ। এক সঙ্গে চার জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। বৃহস্পতিবার আসা রিপোর্টে এই চার জনের পজেটিভ হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গিয়েছে, দিল্লির এইমস থেকে চিকিৎসা করিয়ে অ্যাম্বুলেন্স করে তারা একসাথে বাড়ি ফিরছিলেন, রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে তাদের কোয়ারইন্টিনে পাঠায় জেলা স্বাস্থ্য দফতর। তাদের সোয়াব টেস্ট করে করোনা পজিটিভ ধরা পড়েছে।
এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়, এতদিন আলিপুরদুয়ার জেলা গ্রিনজোন হিসেবে বিবেচিত হয়ে আসছিল রাজ্য সরকারের কাছে। তবে এই জেলায় করোনা পজিটিভ ধরা পড়ায় এই জেলা গ্রিনজোনে থাকবে কি না তা নিয়ে সংশয় শুরু হয়েছে ইতিমধ্যে।
তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর, তবে ওই ৪ জনের যে করোনা পজিটিভ ধরা পড়েছে তা স্বীকার করে নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584