করোনা বিধি ভঙ্গের পাশাপাশি রোহিতের খাদ্য তালিকা ঘিরেও বিতর্ক

0
100

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট বিতর্ক নিয়ে যাত্রা করেছিল। বর্ষবরণের রাতে রোহিতরা সিডনির এক রেস্তোরাঁয় গিয়ে ডিনার সারার পরেই অত্যুৎসাহী এক ক্রিকেট ভক্ত সেই ভিডিও শেয়ার করে দেন। তারপরেই বায়ো বলয় বিধি টিম ইন্ডিয়া ভঙ্গ করেছে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে যায়।

BCCI board | newsfront.co

এই বিষয়ে রোহিত শর্মা, নভদীপ সাইনি, ঋষভ পন্থ এবং শুভমান গিলদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

যদিও ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তাদের ক্রিকেটারদের পাশেই রয়েছেন। তবে এই ঘটনার বাইরেও অন্য আরেকটি বিতর্কের সঙ্গী হয়ে গেলেন রোহিতরা। সেদিন তাদের রেস্তোরাঁয় তাদের খাদ্য তালিকা ঘিরে উঠছে প্রশ্ন।

রোহিতদের রেস্তোরাঁয় খাবার বিষয়টি নজরে আসে এক ক্রিকেট ফ্যানের। তিনি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তিনি বলেন, তিনি নাকি রোহিতদের খাবারের বিল মিটিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় করোনা বিধি ভাঙলেন রোহিত-সহ পাঁচ ক্রিকেটার

ঘটনাটি ঘটে চ্যাডস্টোন শপিং সেন্টারের সিক্রেট কিচেন চাইনিজ রেস্তোরাঁয়। নভলদীপ সিং নামের সেই ফ্যানের দাবি ক্রিকেটারদের ১১০ ডলার বিল মেটানোর পাশাপাশি তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, ফটো তুলেছেন। এমনকি পন্থ তাঁকে আলিঙ্গনও করেছেন।

আরও পড়ুনঃ সৌরভের আরোগ্য কামনা সচিন থেকে গ্রেগের

শুধু বিল মেটানোই নয়। ভারতীয় ক্রিকেটারদের রেস্তোরাঁর বিলও তিনি টুইটারে আপলোডও করেছেন। সেখানেই দেখা গিয়েছে, পর্ক, প্রনের সঙ্গে ফ্রায়েড বিফও খেয়েছেন ক্রিকেটাররা। এতেই ক্ষোভ বাড়ে সমর্থকদের। অনেকেই বলেছেন একজন ভারতীয় ও হিন্দু হিসাবে রোহিতরা কীভাবে বিফ খেতে পারে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here