নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভোররাতে চলল এলোপাথাড়ি গুলি! সহকর্মীর গুলিতে প্রাণ হারালেন সহকর্মীরাই। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমার মারাইগুরা সিআরপিএফ ক্যাম্পে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪ জওয়ানের, জখম ৭। এর মধ্যে রয়েছেন একজন বাংলার জওয়ান। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সুকমার সিআরপিএফ ক্যাম্পে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকমার মারাইগুড়া পুলিশ স্টেশনের কাছেই সিআরপিএফের ৫০ নং ব্যাটেলিয়নের ক্যাম্প। গতকাল রবিবার রাত প্রায় ৪টে নাগাদ আচমকাই এক জওয়ান এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই জওয়ানের নাম রীতেশ মণ্ডল। ভোররাতে যখন সবাই ঘুমে মগ্ন তখন নিজের ৭ সহকর্মীর ওপর নিজের সার্ভিস রিভলভার দিয়েই গুলি চালায় ওই জওয়ান বলে জানিয়েছে সিআরপিএফ। গুলির শব্দ পেয়ে বাকি জওয়ানরা ছুটে আসেন এবং দেখেন ক্যাম্পের সাত জওয়ান মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর গুরুতর আহত জওয়ানদের ভদ্রচালম এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তপাতের কারণে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাদের।
Chhattisgarh: Four jawans of CRPF 50 Bn killed and 3 injured in a case of fratricide in a CRPF camp in Maraiguda Police station limits of Sukma. A jawan had opened fire at the camp. pic.twitter.com/4ZF64RCNKM
— ANI (@ANI) November 8, 2021
এছাড়া আহতদের মধ্যে ২ জনকে চিকিৎসার জন্য রায়পুরে পাঠানো হয়। কিন্তু কি কারণে হঠাৎ এই কান্ড ঘটালেন ওই জওয়ান তা এখনও জানা যায়নি। মানসিক কোনো অবসাদ না কি কোনো বচসার কারণে এই ঘটনা তার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সিআরপিএফ।
আরও পড়ুনঃ ভারতীয় বংশোদ্ভূত পিচ কিউরেটরের রহস্য মৃত্যু আবুধাবিতে
সূত্রের খবর, নিহত জওয়ানদের মধ্যে ছিলেন একজন বাঙালি জওয়ান। মৃত ওই জওয়ানের নাম রাজীব মণ্ডল, বাড়ি নদিয়ায়। ঘটনার খবর পেয়ে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584