নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার সাত সকালে ভয়াবহ দূর্ঘটনা বেলদা থানার নেকুড়সেনি ৬০ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের দিক থেকে উড়িষ্যাগামী একটি প্রাইভেট গাড়িকে হঠাৎ পেছন থেকে ধাক্কা মারে একটি পণ্যবাহী লরি।
গাড়ির সামনে আচমকাই চলে আসা গবাদি পশুকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক মারে প্রাইভেট গাড়িটি। এর ফলে গাড়িটি কয়েকবার পাল্টি খেয়ে রাস্তার ধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আরও পড়ুনঃ পৈলানে অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি দোকান,দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে
এ ঘটনায় গাড়িতে থাকা নয় যাত্রীর মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যায়। বাকি যাত্রীরাও কমবেশি আহত। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, গাড়িটি কলকাতা থেকে জলেশ্বর যাচ্ছিল। কলকাতায় করোনা আতংকের ফলে লকডাউন হওয়ায়, থাকা-খাওয়ার সমস্যার কথা ভেবে তারা নয় জন কলকাতা থেকে বালেশ্বরের বাড়িতে ফিরছিলেন।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে টাটাসুমো ও সাইকেলের ধাক্কায়, আহত দুই সাইকেল আরোহী
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরো ফিল্মি কায়দায় গাড়িটি উল্টে ছিল এবং সেই সঙ্গে গাড়ির জানালা থেকে দুজনকে ছিটকে পড়তেও দেখেন তারা।
এর ফলে বেশ কিছুক্ষণ ধরে যানজট তৈরি হয় বেলদা দাঁতনগামী ৬০ নম্বর রাজ্য সড়কে । দূর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ব্রেকডাউন কার এসে গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়। ঘটনায় আহতদের চিকিৎসাধীন বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584