ডোমকলে পথ দুর্ঘটনায় মৃত ৪

0
191

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সোমবার সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার ভাতশালা এলাকায় বাসের সঙ্গে টোটোর ধাক্কায় মৃত্যু হল চারজনের। ঘটনায় জখম ব্যক্তিদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য,অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

dead body | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, কলকাতা থেকে বাসটি বিজেপি কর্মীদের নামাতে বক্সিপুরের দিকে যাচ্ছিল। অন্যদিক থেকে আসছিল একটি টোটো। মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। ঘটনাস্থলে মারা যায় দুজন ও বহরমপুর হাসপাতালে যাবার পথে আরও একজনের মৃত্যু হয়। বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে আরও একজনের।

deceased family | newsfront.co
স্বজনহারা পরিবারের আর্তনাদ। নিজস্ব চিত্র

বাসটিকে ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা।মৃত ব্যক্তিদের নাম হল কল্পনা বিবি(২৭),ফারসিনা খাতুন(৯),সরিফা বিবি(৪০), মোবিরুল শেখ(১৯)।খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে এসডিপিও ফারুক মহম্মদ চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুনঃ বিজেপির ব্রিগেড ফেরত গাড়িতে আগুন

মৃত পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানান ডোমকল পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম। তিনি মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন এবং এই পরিবার গুলোর পাশে সব সময় সব রকমের সাহায্য করার কথা দেন।

ঘটনাস্থলে তিনি প্রথম হাজির হয়েছিলেন এবং নিজের গাড়িতে করেই আহতদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here