ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনা হটস্পট জেলা চারটি এবং গোটা দেশে ১৭০টি। বিপদ জনক হিসেবে চিহ্নিত আরো ২০৭ টি জেলা।
দেশের প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো চিঠিতে করোনা হটস্পট সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। কেন্দ্র করোনা সংক্রমিত এলাকাগুলোকে তিনটি ভাগে বিভক্ত করেছে। এগুলি হল হটস্পট, নন হটস্পট ও অসংক্রামিত জেলা। হটস্পটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো লার্জ আউটব্রেক (যেখানে বিপুল করোনা সংক্রমণ হয়েছে) অপরটি হল যেগুলোতে মোটামুটি ছড়িয়েছে।
দেশের মধ্যে তামিলনাড়ুতে লার্জ আউটব্রেক হটস্পটের সংখ্যা বেশি। তামিলনাড়ুতে ২২ টি জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনা।
মহারাষ্ট্র, রাজস্থান ও অন্ধপ্রদেশের এই তিন রাজ্যের ১১টি করে জেলাতে ব্যাপক করোনা সংক্রমিত হয়েছে। দিল্লি ও উত্তরপ্রদেশের ৯ টি করে জেলা। কেরালা এবং জম্মু- কাশ্মীরে ৬ টি করে জেলায প্রবল করোনা সংক্রমিত চিহ্নিত করা হয়েছে।
আর এই প্রকাশিত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের যে চারটি জেলায় করোনা প্রাদুর্ভাব সবচেয়ে বেশি সেগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর। তবে গোটা দেশের মধ্যে লার্জ আউটব্রেক জেলার সংখ্যা ১২৩ টি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584