শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে বারাসতে বৃদ্ধার মৃত্যুর পর রিপোর্ট এল করোনা পজিটিভ। রবিবার রাতে বাইপাসে রুবিমোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপরই করোনা পজিটিভ রিপোর্ট আসায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। মৃত্যুর পর তাঁর সংস্পর্শে আসা মেয়ে,জামাই, এক পরিচারিকা -সহ বাকি আত্মীয়দের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, মেডিক্যাল কলেজের ৩ জন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার পর আরও ৪ জন চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে।
আরও পড়ুনঃ ক্রটিপূর্ণ করোনা কিটে ভুল আসছে পরীক্ষার ফলাফল, টুইটারে আইসিএমআরকে বিঁধল রাজ্য স্বাস্থ্য দফতর
বৃদ্ধার পরিবার সূত্রে খবর, হার্টের সমস্যা ও নিউমোনিয়ার সংক্রমণের বাড়াবাড়ি হওয়ায় ৩১ মার্চ ওই প্রৌঢ়াকে ভিআইপি রোডের পাশে হলদিরামের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তাঁর করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে। ১২ এপ্রিল ছুটি দিয়ে দেওয়া হলে বাড়িতেই ছিলেন ওই মহিলা। সঙ্গে ছিলেন মেয়ে, জামাই ও এক পরিচারিকা।
কিন্তু ১৮ এপ্রিল ফের শারীরিক অবস্থার অবনতি হয় প্রৌঢ়ার। তখনই তাকে রুবির মোড়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নতুন করে করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার আগেই রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তারপর জানা যায়, করোনা পজিটিভ ছিলেন তিনি।
এদিকে কলকাতা মেডিক্যাল কলেজে তিন চিকিৎসকের আগেই করোনা পজিটিভ এসেছিল। এবার আরও ৪ চিকিৎসকের রিপোর্ট করোনা পজিটিভ এল। ফলে সব মিলিয়ে করোনা আক্রান্তের চিকিৎসকের সংখ্যা হল ৭।
প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে প্রসূতি বিভাগে সম্প্রতি এক মা করোনা আক্রান্ত হওয়ার পরে সমস্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই ৩ জন চিকিৎসকের পর আরও ৪ জনের রিপোর্ট এল পজিটিভ। তারা ওই মহিলার সংস্পর্শে এসে পজিটিভ হয়েছেন না কি অন্য কোথাও থেকে সংক্রামিত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৫৫ জনের রিপোর্ট নেগেটিভও এসেছে। এর মধ্যে চিকিৎসক ছাড়াও নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, যে সাত চিকিৎসক করোনায় আক্রান্ত, তাঁদের মধ্যে ৬ জনই প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন। এক জন মেডিসিন বিভাগে কর্মরত। এর মধ্যে ৪ জন জুনিয়ার ডাক্তারও রয়েছেন। এদের কারোর অবস্থা সেভাবে সংকটজনক না হলেও কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে, তাদেরকেও আপাতত কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584