নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নজিরবিহীন ভাবে বৃহস্পতিবার রাত্রি প্রায় ন’টা নাগাদ চারটি দাঁতাল হাতি মেদিনীপুর শহরে ঢুকে পড়ে।মেদিনীপুর কলেজ মাঠ, জেলাপরিষদ হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে হাতি। যার ফলে মুহূর্তের মধ্যেই হাতির হামলার হাত থেকে বাঁচার জন্য মানুষ ছোটাছুটি শুরু করে পালাতে থাকে। গোটা মেদিনীপুর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ,দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনা স্থলে হাতি তাড়াতে আসে।
ঘটনাস্থলে আসে বনবিভাগের আধিকারিক ও কর্মীরা। যে ভাবে মেদিনীপুর শহরে ঢুকে হাতি তাণ্ডব শুরু করেছে তাতে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দিয়েছেন। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় থাকা মানুষেরা প্রাণ বাঁচাতে রাস্তা থেকে নিরাপদ এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুনঃ অগ্নিমূল্য পেট্রপণ্য! প্রতীকী প্রতিবাদে কোচবিহার তৃণমূল জেলা সভাপতি
এর আগে কোনোদিন মেদিনীপুর শহরের প্রাণ কেন্দ্র বলে পরিচিত কলেজ মাঠে হাতি এসে তাণ্ডব চালায়নি। তবে খাবারের সন্ধানে হাতি গুলি শহরের মধ্যে জঙ্গল থেকে চলে এসেছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ,দমকল ও বনবিভাগ এক সঙ্গে হাতি গুলিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছে। তবে ওই ঘটনার ফলে মেদিনীপুর শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584