এবার ১০০ ফুট দূর থেকেও জল ছুঁড়ে আগুন নেভাবে দমকলের ৪ রোবট

0
209

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আগুনের লেলিহান শিখা বেশি হলে সহজে আগুনের কাছে যাওয়া যায় না। কিন্তু এবার মুশকিল আসান পথ বার করল দমকল। এবার ১০০ ফুট দূর থেকেও আগুন নেভাবে দমকলের ৪ রোবট। দমকলের অন্য কর্তারা সহ বৃহস্পতিবার কলকাতায় চারটি রোবটের উদ্বোধন করেন দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন ময়দানে আগুন নেভানোর মহড়া দেয় রোবটগুলি।

robot fire brigade | newsfront.co
রোবট। নিজস্ব চিত্র

দমকল জানিয়েছে, বহু অগ্নিকাণ্ডে দেখা গিয়েছে যে, তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার কারণে কাছাকাছি যেতে পারেন না দমকলকর্মীরা। অনেকটা দূর থেকে জল দিতে হয়। আবার কোনও বহুতলে আগুন লাগলে সামনে অপরিসর জায়গা থাকার ফলে হাইড্রোলিক সিঁড়ি ব্যবহার করার সমস্যা হয়। এবার সেই সমস্যা মেটাবে রোবট। এদিন ডিজি জগমোহন জানান, ১০০ ফুট দূর থেকেও এই রোবট জল ছুড়ে আগুন নেভাতে পারবে।

firebrigade | newsfront.co
নিজস্ব চিত্র

ফোম ও জল দুই-ই ব্যবহার করা যাবে রোবটের মাধ্যমে। প্রত্যেকটি রোবটে তাপমাত্রার সেন্সর রয়েছে। তার ফলে তাপমাত্রা নির্ধারণ করেও রোবট দমকল আধিকারিকদের তা জানাতে পারবে।

আরও পড়ুনঃ করোনা চিকিৎসায় ইসিএমও-র সাহায্যে সুস্থ হলেন ১৩১ কেজি ওজনের যুবক

রিমোট কন্ট্রোলের মাধ্যমে আধিকারিকরা নিয়ন্ত্রণ করতে পারবে এই রোবট। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই রোবটগুলি। আগামী দিনে বিভিন্ন জটিল অগ্নিনির্বাপণ ক্ষেত্রে এই রোবট গুলি কাজে আসবে দমকলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here