শ্যামল রায়,পূর্বস্থলীঃ
শনিবার সকালেই পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের ভাতুরিয়া ওরাই পাড়ায় আগুনে ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি।চারটি বাড়ি যেমন পুড়ে ছাই হয়ে গিয়েছে তেমনি গরু ও ছাগল মারা গিয়েছে। বাড়ির মালিক নিরাঞ্জন ওরাই কানাই ওরাই ও সুশান্ত ওরাই।
এদিন নিরাঞ্জন ওরাই জানিয়েছেন যে কানাই ওরাইয়ের ঘরে প্রথম আগুন লাগে।খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান।প্রথম গ্রামের মানুষ আগুন নেভাতে হাত লাগায় তারপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ গবাদি পশু সহ ভস্মীভূত বাসগৃহ
আগুন লাগার কারণ কি এখনো পরিষ্কার নয় বাড়ির মালিকদের কাছে এবং দমকল বিভাগের পুলিশের কাছে।তবে দমকল বিভাগের পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত শুরু হয়েছে জানা যাবে।
দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রণব কান্তি রায় চৌধুরী ঘটনাস্থলে আসেন এবং সরকারি সাহায্যের আশ্বাস দেন বাড়ির মালিকদের।
ক্ষতিপূরণ বাবদ সরকারি সাহায্য পেতে পারেন তার জন্য সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রণবকান্তি রায় চৌধুরী।এছাড়াও স্থানীয় বিজেপির অঞ্চল সভাপতি বিধান ঘোষ ঘটনাস্থলে যান এবং সাময়িক ভাবে তাদের পাশে দাঁড়ান শুকনো খাবার প্রদান করেন।
চারটি বাড়ি পুড়ে যাওয়ার ফলে পরিবারের লোক জনেরা অসহায় হয়ে পড়েছেন বলে সুশান্ত ওরাই জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584