মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
ক্ষতে প্রলেপ পড়ল ভারতের। বুধবার বর্ষসেরা ওয়ান ডে দল ঘোষণা করল আইসিসি। আর তাতে রয়েছেন চার ভারতীয়। দলের অধিনায়ক করা হয়েছে বিরাট কোহালিকে।
বাকিরা হলেন রোহিত শর্মা। সারা বছর দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার পেলেন হিটম্যান। আইসিসি-র দলের ওপেনার তিনিই। ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটসম্যান শেই হোপকে দ্বিতীয় ওপেনার হিসাবে বেছে নিয়েছে আইসিসি।
5️⃣ #CWC19 centuries
7️⃣ ODI centuries in 2019Your 2019 ODI Cricketer of the Year is Rohit Sharma.#ICCAwards pic.twitter.com/JYAxBhJcNn
— ICC (@ICC) January 15, 2020
আইসিসি ভারত অধিনায়ক বিরাটকে রেখেছে তিন নম্বরেই। চতুর্থতে রয়েছেন এই মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজম। কেন উইলিয়ামসন, কিউয়ি অধিনায়ককে দলের পাঁচ নম্বরে রেখেছে আইসিসি। ব্যাট হোক বা বল, ইংল্যান্ডের সেরা ভরসা হয়ে উঠেছেন তিনিই, তাই বেন স্টোকসকে রেখেছে আই সি সি।
A World Cup winner and scorer of one of the greatest Test innings of all time, Ben Stokes is the winner of the Sir Garfield Sobers Trophy for the world player of the year.#ICCAwards pic.twitter.com/5stP1fqSAP
— ICC (@ICC) January 15, 2020
5 x Australians
3 x New Zealanders
2 x Indians
1 x EnglishmanThe XI making up the Test Team of the Year 👏 #ICCAwards pic.twitter.com/VG8SZoJ8bZ
— ICC (@ICC) January 15, 2020
দ্বিতীয় ব্রিটিশ ক্রিকেটার হিসাবে দলে রয়েছেন ডানহাতি বাটলার। কুলদীপ যাদব, এই চায়নাম্যান বোলার যে কোনও দলের সম্পদ। আই সি সি দলে রাখা হয়েছে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে দক্ষ শামিকে। এরপর রয়েছেন ট্রেন্ট বোল্ট এবং সর্বশেষে মিচেল স্টার্ককে রেখেছে আই সি সি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584