নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। এই ঘটনায় গুরুতর আহত ৩ বিজেপি কর্মী ও ১ তৃণমূল কর্মী।

বিজেপির অভিযোগ, শনিবার রাতে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি ছিল চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কামারগাড়ি এলাকায়, আর ওই কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে ৫ বিজেপি কর্মী সমর্থকের উপর অতর্কিত হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা।
আরও পড়ুনঃ ‘তৃণমূলের পচা আলু সংগ্রহ করে দল চালাচ্ছে বিজেপি’, মাথাভাঙায় বললেন দেবাংশু
ভাঙচুর করা হয় দুটি মোটর বাইক। রাতেই আহত অবস্থায় ৩ জনকে ভর্তি করা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে , ১ জনের শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তাল শিল্পশহর হলদিয়া
অপরদিকে তৃণমূলের অভিযোগ, রাতে তৃণমূল কর্মী সুকুমার ঘোষ বাড়ি ফেরার সময় বিজেপির কর্মী-সমর্থকরা তার ওপর অতর্কিতে হামলা চালায়, আশঙ্কাজনক অবস্থায় তাকেও রাতেই ভর্তি করা হয় হাসপাতালে।
খবর পেয়ে রাতেই চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584