নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গ্রামের প্রান্তে থাকা একটি ছিটে বেড়ার বাড়ির ভেতরে বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রচন্ড জোরে বিস্ফোরণে উড়ে যায় ছিটে বেড়ার মাটির বাড়িটি। গ্রামবাসীরা গিয়ে দেখেন চার যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাদের উদ্ধার করে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার বিকেলের পরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত রসলপুর গ্রামে। গ্রামের বাসিন্দারা হঠাৎ বিকট আওয়াজে একটি শব্দ শুনতে পায়, সবাই দৌড়ে এসে দেখেন গ্রামের প্রান্তে থাকা ছিটে বেড়ার মাটির বাড়িটির অ্যাসবেস্টস ছাদ চূর্ণ-বিচূর্ণ হয়ে উড়ে পড়েছে দূরে। বাড়ির ভেতরটাও লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্ফোরণে। রক্তাক্ত অবস্থায় তিন যুবক কাতরাচ্ছে সেখানে।
আরও পড়ুনঃ হলদিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির অভিযোগ,”বিজেপির দুষ্কৃতী বাহিনী এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার ফলে আমাদের ৫ জন কর্মী আহত হয়েছে। বিজেপি ভয় পেয়ে গিয়েছে, কারণ দাঁতন বিধানসভার সম্মেলন টা ভালো হয়েছে। জনসমুদ্রের আকার ধারণ করেছে। তাই ভয়ে আক্রমণ করছে।”
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে আগুনে ভস্মীভূত পরপর দুটি সাইকেলের দোকান
তিনি আরও বলেন, “সিপিএমের হার্মাদরা আক্রমণ করতে পারেনি আর বিজেপি তো কোন ছাট।”এই প্রসঙ্গে এক বিজেপি নেতৃত্ব জানান,এই ঘটনার পিছনে জড়িত রয়েছে তৃণমূলের আরেক গোষ্ঠী। এলাকায় সন্ত্রাস করার জন্য বোমাবাঁধছিল তারা। বোমা বাঁধতে বাঁধতে ওই বোমা ফেটে এই ঘটনা ঘটে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584