নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সাত নম্বর অঞ্চলের ভুলা গ্রামে। হাতাহাতি দু’পক্ষের আহত হয় এক মহিলা সহ ৪ জন।আহতদের দ্বারিবেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
আহত ব্যক্তিদের মধ্যে আশীষ পাল অভিযোগ করে বলেন, “৩০ বছর ধরে ওই জমি চাষ করছি। জমির সম্পূর্ণ কাগজপত্র থাকা সত্ত্বেও জলের অভাবে কিছুদিন ধরে চাষ করা হয়নি ওই জমিতে। অবশেষে বুধবার সেই জমিতে চাষ করতে গেলে বাধা দেয় পার্শ্ববর্তী ভেদুয়া গ্রামের বাপি ঘোষ সহ বেশকিছু ব্যক্তি। এরপরই শুরু হয় দুই গ্রামের গ্রামবাসীদের মধ্যে হাতাহাতি, পরে তা রণক্ষেত্রে পরিণত হয়।”
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে দুর্ঘটনায় গুরুতর আহত অ্যাসিস্ট্যান্ট সুপার, গ্রিণ করিডরে এসএসকেএমে স্থানান্তর
এই ঘটনায় আহত হয় এক মহিলাসহ ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।ওই ঘটনার ফলে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
দুই গ্রামের গ্রামবাসীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584