আসছে চারটি নতুন ধারাবাহিক, একটিতে অ্যান্টাগনিস্ট হিসেবে অঞ্জনা বসু

0
192

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

টিভির পর্দায় আসছে আরও চারটি নতুন ধারাবাহিক৷ বলতে দ্বিধা নেই, বেশ অনেকদিন পর নতুন ধারাবাহিকের ডালি সাজিয়েছে কালারস বাংলা চ্যানেল। করোনা আবহে লকডাউনের সময় থেকে কালারস চ্যানেলের হিন্দি ধারাবাহিকগুলিরই বাংলা ভার্সন নিয়ে এসেছিল চ্যানেল। এবার ফের পুরনো ইমেজে ফিরছে বিনোদনের এই জনপ্রিয় চ্যানেল। নতুন চারটি ধারাবাহিকের খবর পাওয়া গেল সংশ্লিষ্ট চ্যানেলের তরফ থেকে।

Tele actress Anjana Basu
অঞ্জনা বসু, ছবিঃ ফেসবুক

এক গ্রাম্য গরিব পরিবারের তিন বোনের গল্প বলতে আসছে ধারাবাহিক ‘তিন শক্তির আধার-ত্রিশূল’। নাম দেখেই বোঝা যাচ্ছে, তিন বোনের ক্যারিশ্মা এখানে মুখ্য হয়ে থাকবে। রাজনন্দিনী নামে এক ফ্যাশন টাইকুন ওই তিন বোনের উপর কীভাবে প্রভাব ফেলে সেটাও দেখার৷ স্নেহাশিস চক্রবর্তীর তরফে ‘ব্লুজ প্রোডাকশন’-এর হাত ধরে আসছে এই ধারাবাহিক৷

বিজয়িনী’র পর অনেকদিনের ব্রেক কাটিয়ে ফিরছেন অঞ্জনা বসু। ধারাবাহিকের নাম ‘মন মানে না’। দুজন বিপরীত মেরুর মানুষের প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক৷ ‘সুরিন্দর ফিল্মস’ প্রযোজিত এই ধারাবাহিকের নায়ক অশিক্ষিত, বদমেজাজি এবং অহঙ্কারী। ওদিকে নায়িকা শিক্ষিতা। স্পষ্টবাদী। অন্যায়ের সঙ্গ আপোষ করতে নারাজ সেই মেয়ে। বড়মা চরিত্রে অঞ্জনা বসুকে এখানে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখবে দর্শক।

আরও পড়ুনঃ প্রেমিক দেবায়ুধকে এবার বিয়ে করতে চান তিথি

‘সুরিন্দর ফিল্মস’-এরই প্রযোজনায় আসছে আরও একটি ধারাবাহিক ‘মৌয়ের বাড়ি’। বাড়িতে ছেলে জন্ম নিলে ভেবে নেওয়া হয়, কিংবা নিশ্চিত যে ছেলে বাবা-মায়ের দেখভাল করবে প্রতিষ্টিত হয়ে। কিন্তু মেয়েরা হল পরের ধন। তারা বিয়ের পর বাবা-মাকে বিন্দুমাত্র সাহায্য করতে গেলেই শ্বশুরঘরের চোখরাঙানি বা সমালোচনার মুখে পড়তে হয়। কেন? ছেলেদের বাবা-মায়েরাই মূল্যবান, মেয়েদের বাবা-মায়েরা নন? ছেলেদের বাবা-মায়েরা যেভাবে তাদের সাধ্যমতো যত্ন দিয়ে বড় করে তোলে মেয়েদের বাবা-মায়েরাও একই ভূমিকা পালন করে নিজের কন্যাসন্তানের জন্য। তাহলে তাদের ভরণপোষণের দায়িত্ব নিতে পারবে কেবল ছেলেরাই কেন? মেয়েরা নয় কেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে রেখেই বাংলা টেলিভিশনের পর্দায় আসছে এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ আসছে ‘লস্ট’, পোস্টার শেয়ার করলেন ইয়ামি গৌতম

ওদিকে ‘শশী সুমিত প্রোডাকশন’-এর হাত ধরে আসছে ধারাবাহিক ‘দত্তা অ্যান্ড বৌমা’। এক স্বর্ণ ব্যবসায়ী পরিবারের গল্প বলবে এই ধারাবাহিক। বাড়ির বউ কীভাবে শ্বশুরবাড়ির ব্যবসা দাঁড় করায় সেই কাহিনি উঠে আসবে গল্পে।

প্রোমো শুট হয়নি এখনও একটি ধারাবাহিকেরও। তবে, বেশিদিনের অপেক্ষা নয়। শীঘ্রই জানা যাবে কারা থাকছেন এই চারটি ধারাবাহিকের বিভিন্ন ভূমিকায়। তার জন্য প্রোমো আসা অবধি অপেক্ষা করতেই হবে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here