ভোপালের হাসপাতালের শিশু বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৪ শিশুর

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভোপালের এক সরকারি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে মৃত্যু হল ৪ সদ্যোজাতর। সোমবার রাত ৯ টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের কমলা নেহেরু চিলড্রেন’স হাসপাতালে। আগুন লাগার খবর কন্ট্রোল রুমে দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ২৫ টি দমকল ইঞ্জিন। রাত প্রায় ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রাণ হারায় চার শিশু।

Bhopal Hospital Fire
সৌজন্যেঃ এএনআই

হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগার খবর টুইটারে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দেন তিনি। প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, তদন্তের নেতৃত্বে থাকবেন রাজ্যের হেলথ ও মেডিক্যাল এডুকেশন বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মহম্মদ সুলেমান।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই হাসপাতালের শিশু বিভাগের প্রায় ৫০ শিশু ভরতি ছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here