নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভোপালের এক সরকারি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে মৃত্যু হল ৪ সদ্যোজাতর। সোমবার রাত ৯ টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের কমলা নেহেরু চিলড্রেন’স হাসপাতালে। আগুন লাগার খবর কন্ট্রোল রুমে দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ২৫ টি দমকল ইঞ্জিন। রাত প্রায় ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রাণ হারায় চার শিশু।
হাসপাতালের শিশু বিভাগে আগুন লাগার খবর টুইটারে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
भोपाल के कमला नेहरू अस्पताल के चाइल्ड वार्ड में आग की घटना दुखद है। बचाव कार्य तेजी से हुआ। घटना की उच्चस्तरीय जांच के निर्देश दिए हैं। जांच एसीएस लोक स्वास्थ्य एवं चिकित्सा शिक्षा मोहम्मद सुलेमान करेंगे।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) November 8, 2021
ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দেন তিনি। প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, তদন্তের নেতৃত্বে থাকবেন রাজ্যের হেলথ ও মেডিক্যাল এডুকেশন বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মহম্মদ সুলেমান।
बच्चों का असमय दुनिया से जाना बेहद असहनीय पीड़ा है। ईश्वर से दिवंगत आत्माओं की शांति की प्रार्थना करता हूं। इन बच्चों के परिजनों के प्रति मेरी गहरी संवेदनाएं हैं। घटना में जो घायल हुए हैं, उन्हें शीघ्र स्वास्थ्य लाभ हो, यही मेरी कामना है।
।। ॐ शांति ।।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) November 8, 2021
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই হাসপাতালের শিশু বিভাগের প্রায় ৫০ শিশু ভরতি ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584