নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ
ঘুমের মধ্যেই ৪ জনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের জামুড়িয়ার শিবপুরে। অভিযোগ, সাধু মাঝি নামের এক ব্যক্তি মাঝরাতে স্থানীয় একটি মদের দোকানে ঘুমন্ত ৪ কর্মীর উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ আসতেই জমায়েত করেন স্থানীয়রা। দেহ উদ্ধারের সময় হামলাবাজ সাধু ফিরে এসে ফের লাঠি চালায় জনতার ভিড়ে। সেই সময় লাঠির আঘাতে স্থানীয় এক বৃদ্ধের মৃত্যু হয়। এরপরই স্থানীয়রা কোনক্রমে হামলাবাজ সাধু মাঝিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
আরও পড়ুনঃ বাংলায় অবাধ নির্বাচনে প্রয়োজন রাষ্ট্রপতি শাসন, দাবি দিলীপের
বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় জামুড়িয়ার শিবপুর ভুঁইয়াপাড়া দেশি মদের দোকানে। পুলিশের সামনেই বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
আরও পড়ুনঃ লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ
জানা গিয়েছে, নৃশংস ঘটনায় মৃত অম্বুজ মণ্ডল(৪০), প্রশান্ত সাহা(৫৮), সুবোধ বাউরি(৬১) বাড়ি বাঁকুড়ায়। মৃত বৃদ্ধ কালিয়া ভুঁইঞা এসেছিলেন মেয়ের বাড়িতে। দিন দুয়েক আগে ওই মদ দোকানে মদ্যপ অবস্থায় সাধু মাঝি অশান্তি পাকায়। মদ দোকানের মালিককে মারধর করে হাত ভেঙে দেয় তার।
সেই ঘটনার অভিযোগে প্রেক্ষিতে পুলিশ সাধুকে গ্রেপ্তার করেছিল। গতকাল পুলিশি হেফাজত থেকে জামিনে মুক্ত হয়েই প্রতিহিংসা নিতে সে এই ঘটনা ঘটায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584