মনিরুল হক, কোচবিহারঃ
বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন ৪ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দিনহাটা- কোচবিহার মেইন রোডের ১ নং গেট প্রান্তিক বাজার রেল গেট এলাকায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি পিক আপ ভ্যানে করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেন। পরে ঘটনাস্থলে আসে একটি দমকলের ইঞ্জিন ও পুলিশ ভ্যান। পুলিশ এসে ঘাতক বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, একটি বাইকে দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় জরাবাড়ি গ্রামের এক বিদ্যুৎ কর্মী কাজ সেরে বাড়ির দিকে আসতে গিয়ে রাস্তা পার হচ্ছিল। সেই সময় বাইকটি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে ২০ ফুট দূরে গিয়ে পড়ে ওই বিদ্যুৎ কর্মী। তারপর সেখান থেকে গাড়ি ফুল পিকআপে গিয়ে রেলের রেলিংয়ে ধাক্কা মারে। সেখানে বাইক চালক পড়ে যায়। ওই বাইকের পিছনে বসে থাকা দুই জন বাইক সহ আরও ২০-৩০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে।
আরও পড়ুনঃ চুরি যাওয়া মোটরবাইক সহ গ্রেফতার দুই দুস্কৃতী
স্থানীয়দের অনুমান, ওই গাড়ির গতিবেগ মোটামুটি ১০০ কিমি প্রতি ঘন্টায় ছিল। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, বাইকে থাকা তিন জনের নাম জিয়ারুল হক(৩৫), জামির আলি(৩২), সেরাজুল হক (২৮) এবং বিদ্যুৎ কর্মী পুতিন মণ্ডল। বাইক আরোহীদের বাড়ি কোচবিহার টাকাগাছ অঞ্চলের কারিশাল এলাকায়। বিদ্যুৎ কর্মীর বাড়ি জরাবাড়ি গ্রামের হিসেবীটারি এলাকায়। তাদের মধ্যে বাইকে থাকা দুই জন ও বিদ্যুৎ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। অবস্থার আরো অবনতি হলে তাদের কোচবিহারে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘বিদ্যুৎ কর্মী পুতিন মণ্ডল ও আমরা ৪ জন দিনহাটা থেকে অফিসের গাড়িতে করে এসে নেমেছি। পুতিন মণ্ডল গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। সেই সময় একটি বাইক এসে তাকে ধাক্কা মারে। যার ফলে সে ২০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। পরে ওই বাইক আরোহীরা মোটামুটি সেখান থেকে ২০-৩০ মিটার দূরে ছিটকে পড়ে।’ পুতিন সহ তিনজন নিয়ে যাওয়া হয় দিনহাটা হাসপাতালে। তারপর পুলিশ এসে বাকি একজনকে নিয়ে যায়। সে একটু সুস্থ রয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584