মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট বাজার এলাকায়। বাজারের ভেতর এক মন্দিরের পাশে থাকা চারটি দোকান হঠাৎই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় রাত ১২টা ১০ নাগাদ এই দোকানগুলো থেকে ভয়াবহ আগুন দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা দমকলকে খবর দেওয়ার পর, নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। স্থানীয়দের চেষ্টাতেও দোকানের আগুন কোনও ভাবেই নেভানো যায়নি।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে চলছে লকডাউন, এলাকায় টহলদারি পুলিশের
এরপর ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন কর্মীরা। তবে কি কারনে ওই আগুন লাগে তা জানা যায়নি। তবে বাবুরহাট বাজারে শটসার্কিটের ফলেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584