নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের টোলপ্লাজাতে পুলিশের তল্লাশি চলাকালীন একটি প্রাইভেট কারে গাঁজা উদ্ধার করে নারায়ণগড় থানার পুলিশ।

ওই ঘটনায় গ্রেফতার করা হয় গাড়িতে থাকা ৪ জনকে। জানা গেছে শুক্রবার নারায়ণগড় থানার রামপুরাতে টোলপ্লাজায় পুলিশের নাকা তল্লাশি চলছিল। সেই তল্লাশি চলাকালীন ওড়িশার দিক থেকে আসা একটি প্রাইভেট কার থেকে উদ্ধার হয় ৮ কেজি গাঁজা।

আরও পড়ুনঃ ডিএসপি ট্র্যাফিক চন্দন দাসকে সংবর্ধনা সদ্য পুলিশের কনস্টেবল পদে চাকুরি পাওয়া ছাত্রদের
গাড়িতে থাকা ৪ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় গাঁজা। আটক করা হয় চার চাকার একটি গাড়িও।শুক্রবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মেদিনীপুর জেলা দায়রা আদালতে তাদের তোলে পুলিশ।
গাড়িটিতে করে কিভাবে কোথায় গাঁজা পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে নারায়ণগড় থানার পুলিশ। ধৃতচারজনের বাড়িই ওড়িশায়। ওড়িশা থেকে এই রাজ্যে গাঁজা পাচার করার জন্য তারা এসে ছিল বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584