নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গায়ে জ্বর নিয়েও এক বিচারপতি পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টের আরেক বিচারপতি আর সুভাষ রেড্ডির অবসর গ্রহণের অনুষ্ঠানে, মঙ্গলবার ঠিক এমনটাই ঘটেছে বলে জানা গিয়েছে জাতীয় স্তরের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে। জ্বর থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি, মঙ্গলবারের অনুষ্ঠানের পরে রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা আক্রান্ত।
এই ঘটনার পরেই আজ রবিবার অন্তত ৪ জন বিচারপতির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এবং সুপ্রিম কোর্টের ১৫০ জনেরও বেশি কর্মী কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁদের মধ্যে অনেকের রিপোর্টই পজিটিভ আসবে এমনই আশঙ্কা।
আরও পড়ুনঃ ফের কাশ্মীরে গ্রেপ্তার সাংবাদিক, টুইটারে সর্বদা সরকার বিরোধী প্রচার চালানোর অভিযোগ পুলিশের
দেশের শীর্ষ আদালতের ৩২ জন বিচারপতির মধ্যে করোনা সংক্রমণের হার ১২.৫ শতাংশ। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আরও ৪ জন প্রবীণ বিচারপতির সঙ্গে অতিমারী পরিস্থিতি নিয়ে এক বৈঠক করেন প্রধান বিচারপতি এনভি রামানা। বৈঠক শেষে তিনি জানিয়েছেন দুর্ভাগ্যবশত বর্তমান অতিমারী পরিস্থিতিতে হয়ত আগামী এক বা দেড় মাস সশরীরে আদালত কক্ষে উপস্থিত থেকে বিচারকার্য চালানো যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584