নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে তৃণমূলের বঙ্গধ্বনি সভাতে গোষ্ঠীদ্বন্দ্বে জখম হলেন চারজন তৃণমূল কর্মী। আক্রান্ত চারজন কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

স্থানীয় সূত্রে জানাগেছে ,বুধবার দুপুরে সালার ব্লক যুব তৃণমূল সভাপতি আনারুল ইসলাম গোষ্ঠীর সঙ্গে সালার ব্লক সভাপতি তথা সালার পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ আজাহার উদ্দিন সিজার মিঞা গোষ্ঠীর সংঘর্ষ বাধে । এই সংঘর্ষে জখম হয়েছেন মোট চারজন যুব তৃণমূল কর্মী।
আরও পড়ুনঃ রামনগরে বিজেপির মিছিলে হামলা, অভিযোগ তৃণমূলের বিরূদ্ধে
আক্রান্তদের নাম আলিম সেখ, রাজা সেখ, এলিম সেখ ও সাইন সেখ ৷ তাদের কে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অপরদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে সালার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং আহতদের উদ্ধার করে প্রথমে সালার ব্লক হাসপাতাল পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ কোলাঘাটে নদীতে ডুবে মৃত্যু, চাঞ্চল্য
২১-র নির্বাচনের আগে ফের এলাকায় ঝামেলার আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । যদিও এই ঘটনার জন্য এলাকার বাসিন্দারা বর্তমান তৃণমূল সভাপতি এবং তার অনুগামীদের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন ৷ ইতিমধ্যেই আহতদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584