ওয়েব ডেস্ক, রায়পুরঃ
মাওবাদীদের হাতে নিহত চার গ্রামবাসী, এছাড়া আরও বেশ কিছু গ্রামবাসীকে মারধর করে মাওবাদীরা অভিযোগ গ্রামের লোকেদের। জানা যায়, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পুলিশের চর অভিযোগে চার গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে মাওবাদীরা।
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন গত দুদিন গঙ্গালুর থানার অধীনে ডুমরি পালনার গ্রামে এই হত্যাকাণ্ড চালায় মাওবাদীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, বেশকিছু গ্রামবাসীকে তারা জঙ্গলে ডেকে পাঠায়, যাঁরা এলাকার উন্নয়ন, রাস্তা তৈরি ইত্যাদি সরকারি উন্নয়নমূলক কাজকর্মে সমর্থন জানিয়েছিলেন।
তারপর তাঁদের মধ্যে চারজনকে পুলিশের চর হিসেবে চিহ্নিত করে হত্যা করে মাওবাদীরা, জানিয়েছেন আইজিপি ( বস্তার রেঞ্জ)। ঘটনাটি জানার সাথে সাথে সিকিউরিটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছয় এবং আপাতত তদন্ত চলছে।
আরও পড়ুনঃ ভারতে করোনায় মৃত ৭০ হাজার ছাড়ালো
গত কয়েকমাসে বস্তার এলাকায় গ্রামবাসীদের ওপর মাওবাদীদের অত্যাচার হঠাৎ করেই বেড়ে গেছে। গত মাসে দান্তেওয়াড়াতে মহিলা সহ দশজন গ্রামবাসীকে মাওবাদীরা প্রচন্ড মারধর করে। একই রকম ঘটনা তারা ঘটিয়েছে জুলাই মাসে, পারচেলি গ্রামের পঁচিশ জন বাসিন্দার ওপর অত্যাচার চালায় মাওবাদীরা।
আরও পড়ুনঃ সীমান্ত উত্তেজনায় ভারতের উপর দায় চাপাল চিন
সরকার বিভিন্ন রকম উন্নয়ন মূলক কাজকর্ম শুরু করায় মাওবাদীরা তাদের নিজস্ব আধিপত্যের জায়গা সুকমা, দান্তেওয়াড়া, বিজাপুর এইসব জায়গা থেকেই জনসমর্থন হারিয়েছে, এছাড়াও লকডাউনের সময় গ্রামবাসীদের যথা সম্ভব সাহায্য করেছে সরকার। এই সব মিলিয়ে মাওবাদীরা খুবই কোণঠাসা, এখন ভয়ের পরিবেশ তৈরি করে তারা নিজেদের পুরোনো জায়গা আবার ফিরে পেতে চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584