মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে ভিজছে মহারাষ্ট্র। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা এলাকা। রবিবার রাতে ও সোমবার সকালে ব্যাপক বৃষ্টির কারণে জলমগ্ন বহু জায়গা। দুর্যোগের ছবি মহারাষ্ট্রের একাধিক জায়গায় ফুটে উঠেছে। জলের তলায় চলে গিয়েছে বেশ কিছু এলাকা। রবিবার মহারাষ্ট্রের পালঘর জেলায় বৃষ্টি হয়েছে ১০৮.৬৭ মিলিমিটার। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। রাজ্যবাসীর অবস্থা উদ্বেগজনক। এরইমধ্যে ঘটে গেল বড় দুর্ঘটনা।

মহারাষ্ট্রের পালঘর জেলার নলা সোপারা এলাকায় ম্যানহোলে পড়ে গেল এক শিশু। বয়স ৪ বছর। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধারের জন্য খবর দেওয়া হয় পুলিশে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ম্যানহোল খোলা থাকার কারণেই এই বিপত্তি।
আরও পড়ুনঃ পাকিস্তানে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩৩, আহত ৪০ জন
বছর চারেকের ওই শিশুটির বাড়ি কোথায় তার সন্ধান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, পিটিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার থানের উলহাসনগর এলাকায় চার বছরের এক শিশু জলে ডুবে গেছে। সূত্র মারফৎ আরও জানা গেছে, রবিবার সন্ধ্যায় ঘোদবন্দর রোডে এক আবাসনের নিরাপত্তারক্ষীর গায়ে গাছ পড়ে যায়। ফলে গুরুতর আহত হন বছর ৪০-এর ওই ব্যক্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584