বিজেপির নির্দেশে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে ১৪টি পেজ

0
116

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাজ্য-রাজনীতির তরজা অব্যাহত। তার মধ্যেই শাসক দলের বিরুদ্ধে উঠে এল নয়া অভিযোগ। বিজেপি বিরোধী প্রচার চলছে। যা ফেসবুকের ‘প্রত্যাশিত মান লঙ্ঘন করেছে’ ও ‘সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।

এই দাবি করে ২০১৯ সালের জানুয়ারিতে ফেসবুক ইন্ডিয়ার কাছে ৪৪টি পেজের বিরুদ্ধে অভিযোগ জানায় কেন্দ্রের শাসক দল। ওই পেজগুলোকে বাতিল করারও আর্জি জানানো হয়। তারপর থেকে এইগুলোর মধ্যে ১৪টি পেজ বর্তমানে ফেসবুক থেকে উধাও।

Facebook | newsfront.co
প্রতীকী চিত্র

সোমবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। বলা হয়েছে, লোকসভা নির্বাচনের চার মাস আগে ফেসবুকের হাতে ওই তালিকা তুলে দেয় বিজেপি, যার মধ্যে শামিল ছিল ভীম আর্মির অফিসিয়াল অ্যাকাউন্ট, ব্যঙ্গধর্মী রচনা প্রকাশ করা ‘উই হেট বিজেপি’ নামের একটি পেজ, কংগ্রেসকে সমর্থন করা কিছু পেজ এবং ‘দ্য ট্রুথ অব গুজরাত’ নামের একটি পেজ, যারা মূলত ভুয়ো খবর যাচাই করে সত্য তুলে ধরত।

এর পাশাপাশি, বেশ কিছু ওয়েবসাইট, যারা কিনা রবীশ কুমার এবং বিনোদ দুয়ার মতো সাংবাদিকের সমর্থনে এগিয়ে এসেছিল, তাদের ফেসবুক পেজগুলিও চিহ্নিত করে ফেসবুকের হাতে তুলে দেয় বিজেপি। ওই পেজগুলি প্রত্যাশিত মান লঙ্ঘন করেছে এবং সত্যতা যাচাই না করেই সেখান থেকে একাধিক পোস্ট করা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ ১৪ সেপ্টেম্বর শুরু হবে সংসদের বাদল অধিবেশন

গত বছর নভেম্বরে বিজেপি-র আইটি সেলের তরফে ফেসবুক ইন্ডিয়াকে ৪৪টির মধ্যে ১৭টি পেজ ফের চালুর কথা বলা হয়। তবে, তার থেকে যে অর্থনৈতিক লাভ হত তা বাতিল রাখার কথা জানানো হয়। দ্য চউপল-এর প্রতিষ্ঠাতা বিকাশ পান্ডে বলেছেন, ২০১৯ সালের মার্চের পর থেকে তাদের ফেসবুক পেজ থেকে কোনও রাজস্ব আদায় হয় না। ওপ ইন্ডিয়ার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

জানা যায় যে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিজেপির তরফে আইটি সেলের প্রধান অমিত মালব্যের কাছ থেকে ই-মেইল-এ ফেসবুক ইন্ডিয়ার জননীতি আধিকারিক আঁখি দাস ও শীবনাথ ঠুকরাল একাধিক পেজ বাতিল ও কয়েকটি বিজেপি পন্থী পেজ রক্ষার আর্জির কথা জানতে পারেন।

আরও পড়ুনঃ শিরোনামে সুশান্ত! সাংবাদিকতার দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন

২০১৯-এর ফেব্রুয়ারি মাসে একটি ইমেলে মালব্য জানান, বিজেপির স্বেচ্ছাসেবকরা ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদী’-র মতো কিছু পেজ চালান। ফেসবুক তাঁদের পেজগুলিও ডিলিট করে দিতে পারেন বলে ভয় পাচ্ছেন তাঁরা। আগের একটি বৈঠকে যে বিজেপি ঘেঁষা কিছু পেজকে আড়াল করা নিয়ে আলোচনা হয়েছিল, তাও ফেসবুক কর্তৃপক্ষকে মনে করিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ দ্বিচারিতার অভিযোগ অস্বীকার করল ফেসবুক

ফেসবুকের মুখপাত্র জানিয়েছিলেন যে, পেজ রক্ষা করার কোনও প্রক্রিয়া নেই। তবে, ক্রস চেক করা হয়ে থাকে। প্রত্যাশিত মান লংঘন না হওয়া পর্যন্ত পদক্ষেপ করা যায় না। জবাবে মালব্য জানিয়েছিলেন, ‘আমরা স্বচ্ছ ও সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি পদ্ধতির দাবি জানাচ্ছি।’

ফের ২০১৯ সালের নভেম্বরে চিঠি দেন মালব্য। তখন বিজেপির সমর্থনকারী ৮টি পেজকে রক্ষা করে ফেসবুক ইন্ডিয়া। তবে এগুলোর সঙ্গে সরাসরি বিজেপির কোনও যোগ ছিল না।

ফেসবুক ও বিজেপির গোপন আঁতাত নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে প্রথম সারির একটি মার্কিন সংবাদমাধ্যম। তাতে বলা হয়, ব্যবসায়িক স্বার্থে ভারতে শাসক দলের সঙ্গে গোপন বোঝাপড়ার পথে হাঁটছে মার্ক জুকেরবার্গের সংস্থা। বিজেপি নেতাদের অনেক বক্তব্যই নিজেদের ফেসবুক থেকে মুছে দিচ্ছে না তারা। এবার এ বিষয়ে তদন্তের দাবি তুলেছে কংগ্রেস-সহ বিরোধীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here