নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মহামারী ভাইরাস করোনা যেন আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুরকে।দিনের পর দিনই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এরই মাঝে নতুন করে ৪৯ জনের সুস্থতার খবর পাওয়া গেছে হাসপাতাল তরফ থেকে। এই সুস্থতার খবরে একটু হলেও হাসি ফুটেছে হাসপাতাল চত্বরে ।
হাসি ফুটেছে পূর্ব মেদিনীপুর বাসীর মুখে। এক দিকে করোনা আক্রান্ত যেমন হচ্ছে আবার অন্যদিকে করোনাতে সুস্থও হচ্ছে মানুষ জন।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত হরিরামপুরের সিপিএম বিধায়ক
হাসপাতাল থেকে জানা যায় বৃহস্পতিবার ৪৯ জনের নেগেটিভ রিপোর্ট আসে তাই তাদের ছেড়ে দেওয়া হয় এনারা হলেন কন্টাই -২,পটাশপুর -২,মহিষাদল -২,তমলুক -১৭,কোলাঘাট-৪,এগরা -১,খেজুরী-১,নন্দীগ্রাম-১,পাঁশকুড়া-১০,মেছেদা-৩,নন্দকুমার -৩,হলদিয়া -১,ময়না -২, তবে আক্রান্তের সংখ্যা যেরকম বাড়ছে সেইরকম সুস্থতার তেমন ভাবেই বেড়ে চলেছে তাতে অনেকটাই স্বস্তির মধ্যে রয়েছেন মানুষজন ।
তবে প্রশাসনের তরফ থেকে বারবার সাধারণ মানুষকে এই ভাইরাসের সম্বন্ধে সচেতন করার কাজ অব্যাহত রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584