অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দশজনে ৭০ মিনিট খেলেও জামশেদপুরের বিপজ্জনক আক্রমণ বিভাগকে একটাও গোল করতে না দেওয়ার পরে এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার শুধু খুশি নন, উত্তেজিতও। তিনি ম্যাচ শেষে জানান, “আমরা কী করতে পারি, আমাদের চারিত্রিক দৃঢ়তা কেমন, তার অনেকটাই আজ আমরা দেখিয়ে দিতে পেরেছি।
এখনও আরও অনেক কিছু দেখাতে ও প্রমাণ করতে হবে। ছেলেদের ম্যাচের পরে বললাম, এ বার সামনের দিকে তাকাও, আরও অনেকটা পথ এগোতে হবে আমাদের। অনেক কিছু প্রমাণ করতে হবে। আশা করি, দলের ছেলেরা সবাই খুব উদ্বুদ্ধ হয়েছে।”
আরও পড়ুনঃ ভাইরাল বিরুষ্কার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা টুইট
পারফরম্যান্সের খতিয়ানে গোলের খাতা খুলতে না পারলেও বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে হিরো আইএসএল টেবলে পয়েন্টের খাতা খুলে ফেলল এসসি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দু’বার হলুদ কার্ড দেখায় মিডফিল্ডার ইউজিনসন লিংডোকে এ দিন লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
তার পরেও সারা ম্যাচে ভাল্সকিস, মনরয়, এজেদের সামলানোর মতো কঠিন কাজটা করে দেখিয়ে দেয় দশ জনের লাল-হলুদ ব্রিগেড। এই ফলে রীতিমতো উজ্জীবিত ব্রিটিশ কোচ ফাউলার ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, “দশ জন হয়ে যাওয়ার পরে আমাদের নতুন করে দলবদ্ধ হতে হয়। ছেলেদের বলি, আর যাই করো গোল খেও না। ওরা সেই নির্দেশই পালন করেছে। তিনটে হারের পর একটা পয়েন্ট অর্জন করতে পেরেছি আমরা। এটা ইতিবাচক ব্যাপার।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584