শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আতঙ্কে মানুষ নিজের গতিবিধি আটকাতে বাধ্য হয়েছে, আর অন্যদিকে মুক্ত হয়েছে প্রকৃতির পশুপক্ষীরা। ফের কলকাতা বিমানবন্দরে রানওয়েতে শিয়াল ধরা পড়ায় রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে। লকডাউনের জেরেই কি ফের বিমানবন্দরে ধরা পড়তে শুরু করেছে একের পর এক শিয়াল? সে প্রশ্নের উত্তর এখনই মিলছে না।
কয়েক বছর আগে পর্যন্ত দমদম বিমানবন্দরের রানওয়েতে মাঝেমধ্যেই ধরা পড়ত শিয়াল। বিমানবন্দরের রানওয়ের আনাচে-কানাচেতে বন-বাদাড়ের মধ্যে বেশ কিছু শিয়ালের ঘাঁটি ছিল। কিন্তু গত কয়েক বছরে বিমানবন্দরের রানওয়েতে বিমানের ওঠানামা বাড়ায় কমে গিয়েছে শেয়ালের আনাগোনা। কিন্তু লকডাউনে এখন বিমান ওঠানামা বিপুল হারে কমে যাওয়ায় ফের দেখা মিলছে শেয়ালের, মত বন দফতরের আধিকারিকদের।
আরও পড়ুনঃ বর্জ্যের চাপ কমাতে ৪ এলাকায় ইউনিট তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের
গত এক মাসে বিমানবন্দরের রানওয়েতে পর পর দু’টি শেয়ালের উদ্ধারের পরে খুশিও হয়েছেন বন দফতরের কর্তাদের একাংশ। তাঁদের অনেকেই মনে করছেন, লকডাউনে শুনশান বিমানবন্দরের সুযোগ নিয়ে ফের আত্মপ্রকাশ ঘটেছে শেয়ালের। তাদের দাবি, শহর কলকাতায় বিলুপ্তপ্রায় প্রাণী শিয়াল ফের ফিরে এলে পরিবেশের ভারসাম্যই রক্ষা হবে। কিন্তু বিমান ওঠানামায় যাতে সমস্যা না হয়, সেটা দেখতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584