ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ফ্রান্সের ভ্যাকসিন নীতিতে বদল। ভ্যাকসিন পাসে ভারতীয় টিকা কোভিশিল্ড এখন থেকে স্থান পেলো পাশাপাশি ভ্রমন নীতি আরো কঠোর হলো। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এক বিবৃতি জারি করে ভ্যাকসিন নীতিতে বদলের কথা ঘোষণা করেন।
এখন থেকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ় নেওয়ারএক সপ্তাহ পর থেকে ফ্রান্সে প্রবেশ করার অনুমতি পাওয়া যাবে। তবে এই ছাড় শুধুমাত্র ফাইজ়ার-বায়োএনটেক, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ক্ষেত্রে প্রযোজ্য। আগে এই টিকাগুলির দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পরে ফ্রান্সে প্রবেশ করা যেত।
আর জনসনের টিকার ক্ষেত্রে এই অপেক্ষার মেয়াদ ছিল ২৮ দিন। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ডকে ভ্যাক্সিন পাসের অন্তর্ভুক্ত করা হলো। ফ্রান্সেও কোভিশিল্ডের স্বীকৃতি পাওয়ার পর এখনো পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের মোট ১৪টি দেশে ভারতীয় টিকা গ্রহণ করা হল।
ফ্রান্সের নতুন ভ্রমণ নীতিতে বলা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশের বাসিন্দা, যারা এখনও দুটি টিকা নেননি, তাদের ফ্রান্সে প্রবেশের ২৪ ঘণ্টা আগে করানো কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। আগে ব্রিটেন, স্পেন, পর্তুগাল, সাইপ্রাস, গ্রিস ও নেদারল্যান্ড থেকে এলে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হত। নতুন নিয়মে যাদের দুটি ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে, তাদের রিপোর্ট দেখাতে হবে না।
আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, বাড়ি চাপা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮,শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
তবে টিউনিশিয়া, মোজ়াম্বিক, কিউবা ও ইন্দোনেশিয়ায় সংক্রমণ বাড়তে থাকায় এই দেশগুলিকে লাল তালিকাভুক্ত করেছে ফ্রান্স। এই দেশগুলির যাত্রীরা অতি প্রয়োজন ছাড়া ফ্রান্সে ঢুকতে পারবে না। ঢুকলেও টিকাপ্রাপ্ত ব্যক্তিদেরও সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আরও পড়ুনঃ রাত ৯টা থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নয়, অন্যথায় কড়া পদক্ষেপের নির্দেশ নবান্নের
ফ্রান্সে বেশ কয়েক সপ্তাহ ধরে বাড়ছে সংক্রমণের হার। প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন, সমস্ত স্বাস্থ্যকর্মীদের দ্রুত করোনা টিকার দুটি ডোজ়ই নিতে হবে। এছাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে বেশির ভাগ জায়গায় প্রবেশের জন্যই হেলথ পাসের প্রয়োজন পড়বে। সংক্রমণ রুখতে সমুদ্র সৈকত, বার, রেস্তরাঁগুলি আগামী ২আগস্ট পর্যন্ত রাত ১১ টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584