অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
সব ঠিকঠাক চললে আগামী এপ্রিল মাসে শুরু হওয়ার কথা আইপিএল। তার আগে ফেব্রুয়ারী মাসে মিনি নিলাম। আইপিএল কমিটির তরফে সব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে ২০ জানুয়ারির মধ্যে প্লেয়ার ধরে রাখার কাজ শেষ করতে হবে। ৪ ফেব্রুয়ারি অনলাইনে ভারতীয় ক্রিকেটাররা তাঁদের আবেদন জানাতে পারবেন নিলামে নাম তোলার জন্য।
প্রতিটি রাজ্যের ক্রিকেট বোর্ডকে মেল করে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। এই বছর বিসিসিআই নয়, রাজ্যের ক্রিকেট বোর্ডের মাধ্যমেই আবেদন করতে হবে ক্রিকেটারদের। যে ক্রিকেটাররা ইতিমধ্যেই কোনও দলের সঙ্গে যুক্ত বা যাঁদের চুক্তির সময়সীমা বাড়াবে ফ্রাঞ্চাইজিগুলো, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।
আরও পড়ুনঃ অভিষেক সুখের হল না, অর্জুনের প্রথম ম্যাচে হারের হ্যাটট্রিক মুম্বইয়ের
৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনে। পোস্টের মাধ্যমে পাঠালে ১২ ফেব্রুয়ারি সময়সীমা অন্যদিকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা আবেদন করতে পারেন তাঁদের নাম নিলামে অন্তর্ভুক্ত করার জন্য। তবে তাঁদের রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেটে অন্তত একটি ম্যাচ খেলতে হবে। অবসর নিয়ে নেওয়া যে আনক্যাপড ভারতীয় ক্রিকেটাররা আবেদন করতে চান, তাঁদের বিসিসিআইয়ের অনুমতি লাগবে।
আরও পড়ুনঃ পেইনকে ভদ্র হতে বললেন গুরু গ্রেগ
এই বছর কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস দলে অনেক বদল হওয়ার সম্ভবনা রয়েছে। এখন দেখার কোন ফ্রাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারকে ধরে রাখে!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584