নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
লকডাউন পরিস্থিতিতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার খয়রামারী এলাকায় সিএসপি ব্যাংক গ্রাহকদের প্রায় ২ লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। এই কারণে আজকে অভিযুক্ত আসগর আলিকে ঘেরাও করেন এলাকার মহিলা থেকে পুরুষ সকলেই।
স্থানীয় মহিলাদের দাবি, টাকা তুলতে আসলে টিপ চাপ নিয়ে বলা হয় লিঙ্ক নেই, পরে আসুন, আমার কাছে হবেনা, ব্রাঞ্চে যান। এই ভাবে গ্রাহকদের হয়রানি করান এবং রীতিমতো টাকা তুলে নেন গোপনে। তাঁদের আরো অভিযোগ, অভিযুক্ত আসগর আলির কথা শুনে মেন ব্রাঞ্চে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বলে টাকা তুলে নিয়েছে।
আরও পড়ুনঃ লকডাউন না মানার অভিযোগে রাস্তায় লাঠিপেটা পুলিশের
ইতিমধ্যেই ব্যাংক স্টেটমেন জোগাড় করে, আসগর আলির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন জলঙ্গি থানায়।গ্রাহক সহ সিএসপি মালিক অসীম রেজা বলেন আত্মসাৎ করা সমস্ত টাকা ফেরত চায় এবং কঠোরতম এর বিচার চায়। যদিও আসগর আলি স্থানীয় গ্রাহক সহ অসীম রেজার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584