নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন (মাসা) নামক স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায়, মেদিনীপুর রোটারী আই হসপিটালের সহযোগিতায় খড়্গপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তর ভবানীপুরে রজনী মেমোরিয়াল ক্লাব প্রাঙ্গণে স্বর্গীয় অমল কৃষ্ণ মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির।
সকাল থেকেই বহু দূর দূরান্তের মানুষ শিবির স্থলে আসতে শুরু করেন। এই চক্ষু পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে এলাকার মানুষের আগ্রহ এবং সহযোগিতা ছিলো চোখে পড়ার মতো।
দুইশত উনত্রিশ জন মানুষ শিবিরে চক্ষু পরীক্ষা করান, যার মধ্যে পঁয়ত্রিশ জনের ছানি অপারেশন করা হবে বলে জানান রোটারী আই হসপিটালের পক্ষে অতিন্দ্র কুমার মাইতি।
উপস্থিত ছিলেন মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক গৌতম কুমার ভকত, সভাপতি পূর্ণেন্দু শেখর কালী, কোষাধ্যক্ষ অভিজিৎ কুমার দে, সৌমেন্দ্র বেরা, ইন্দ্রদীপ সিনহা, রীতা বেরা, সৈয়দ জিয়া, সুজাতা সামন্ত সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃরামনগরে চক্ষুদান শিবিরে দুঃস্থদের চশমা বিতরণ
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুপ কুন্ডু শিবিরে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ব্যবস্থাপক, মজুমদার পরিবারের পক্ষ থেকে শিক্ষিকা ইলা মজুমদার মাসা’র এই ধরণের সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মিডনাপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন (মাসা) এবং রোটারী আই হসপিটালের প্রতি অকুন্ঠ ধন্যবাদ ও কৃতঞ্জতা জ্ঞাপন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584