ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
রাত পোহালেই ভোট গণনা শুরু দিল্লিতে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় আপের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। দিল্লিতে আপের জন সমর্থন ধরে রাখার অন্যতম কারন হলো বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। সামনেই ২১-এ নির্বাচন পশ্চিমবঙ্গে।
West Bengal govt in its budget has announced free electricity for those with a quarterly consumption of up to 75 units
— ANI (@ANI) February 10, 2020
নির্বাচনের পূর্বে শেষ পূর্ণাঙ্গ বাজেটে দিল্লির পথে হাঁটল মমতা সরকার। হাসি মুখে ভোট বৈতরণী পেরোতে ‘হাসির আলো’ নামে প্রকল্পে তিন মাসে ৭৫ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের বিল সম্পূর্ণ মুকুব করার কথা ঘোষনা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। অর্থমন্ত্রীর দাবি এর ফলে উপকৃত হবে অনেক দরিদ্র পরিবার।
আরও পড়ুনঃ রাজ্য মন্ত্রীসভার খসড়া বাজেট ভাষণ পরিবর্তনের অধিকারী, বিশ্বভারতীতে জানালেন ধনকড়
রাজ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই বামেদের পাশাপাশি বিজেপিও আন্দোলনে নামে ।সাম্প্রতিক কালে সিইএসসি-র সদর দফতরে অভিযান চালিয়েছে বিজেপি, লাগাতার আন্দোলন করেছে এসইউসিআই বামেরা।
সরকার বিরোধীদের সেই দাবি না মানলেও ভোটে গরিব বিদ্যুৎ গ্রাহকদের পাশে পেতে তিন মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দিয়েছে বলেই সংশ্লিষ্ট মহলের মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584