বিশেষ প্রতিনিধি, হুগলীঃ
আহনাফ ফাউন্ডেশনের উদ্যোগে ভগবতিপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উচ্ছসিত এলাকাবাসী। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে এলাকাবাসীর উপস্থিতি দেখে উচ্ছাস দেখা যায় কর্মকর্তাদের মধ্যে।
আহনাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু তালহা জানান, আজকের চক্ষু পরীক্ষা শিবিরে এলাকাবাসীর অংশগ্রহণ উল্লেখ্য যোগ্য ভূমিকা পালন করে। এলাকাবাসীরা চাইছিল দুই দিন ধরে শিবির করতে, কিন্তু পূর্ব পরিকল্পনা না থাকায় একদিনের শিবির করতে বাধ্য হয়। এলাকাবাসীরা চাইলে তিন মাস অন্তর শিবির করতে তৈরি আছি। আজকের এই চক্ষু পরীক্ষা শিবির করতে দৃশ্যম আই হসপিটাল ব্যাপক ভাবে সহযোগিতা করেছে এবং দৃশ্যম হসপিটাল টিমের ব্যবহারের এলাকাবাসীরা মুগ্ধ।
ফুরফুরা ইউনিক ট্রাষ্টের কর্ণধার মুফতি গোলাম হাবিব বলেন, আহনাফ ফাউন্ডেশনের এই মহতী কাজে উপস্থিত হয়ে আমি আনন্দিত। আগামীতে আহনাফ ফাউন্ডেশনের সঙ্গে ফুরফুরা ইউনিক ট্রাষ্ট যৌথভাবে এরকম সমাজসেবা মূলক কাজ করতে চাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা ইউনিক ট্রাষ্টের কর্ণধার মুফতি গোলাম হাবিব, মৌলানা হুসামুদ্দিন, রুহুল আমিন মল্লিক, জিয়ারুল মিশরী, মারুফ সেখ, হাফেজ মাওলানা সেফাতুল্লাহ, হাফেজ মোমিন, হাফেজ মতিউল্লাহ, হাজি গোলাম সারওয়ার, আবু তৈয়েব আব্বাসী সহ এলাকার বিশিষ্টজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584