অসহায়দের জন্য বিনামূল্যে ইলিশ উৎসব

0
336

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

সময়টা এমনই কঠিন যে গরম গরম ভাতের সঙ্গে ইলিশ ভাজার তেল বা সর্ষে ইলিশ কিংবা ভাপা ইলিশ কিংবা তেল ইলিশ সহযোগে দুপুরে কব্জি ডোবানো তো দূর অস্ত, মানুষ পর দিন কী খাবে তা নিয়েও আজ বেশ চিন্তায়।

কথাটা অবশ্য সব শ্রেণীর মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক শ্রেণীর মানুষের জীবনটা আজ বড়ই নড়বড়ে। কারো চাকরি গেছে কেউ বা পরিবারের রোজগেরে সদস্যকে হারিয়েছে। ফলে, আহারে বাহারে, বিলাসে থাকার অবকাশ তাদের আজ নেই।

সেই সব আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ইলিশ উৎসবের আয়োজন করেছে বরাহনগরের টিম সোহম ও হাসিখুশি ক্লাব।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর প্রাক্কালে ‘শারদীয়ার আনন্দধারা’

আগামী ১১ অক্টোবর দুপুর ১২ টা থেকে শুরু হবে সেই উৎসব। বরাহনগরের টবিন রোড অঞ্চলে আয়োজিত হবে উৎসবটি। হাজির থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মান্যগণ্য ব্যক্তিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here