নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রবিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে বাজার বসল আলিপুরদুয়ারে। করোনা মোকাবিলায় গোটা দেশে জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে বন্ধ রয়েছে গোটা দেশ সহ আলিপুরদুয়ার শহরও। এই লকডাউন চলাকালীন সমস্যায় পড়ছেন আলিপুরদুয়ার জেলার খেটে খাওয়া মানুষ গুলি।
সেই সমস্ত দুঃস্থ মানুষ গুলোর কথা ভেবে আলিপুরদুয়ারের ‘শব্দ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মথুরা থেকে বিশেষ ট্রেন পৌঁছাল বহরমপুর স্টেশনে
এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে সাপ্তাহিক বাজার তাদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে জানা গেছে, মূলত এ বাজারটি আলিপুরদুয়ার জেলার খেটে খাওয়া মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের পরিবারের জন্যই করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584