বিনা পয়সার হাট বারাসতে

0
75

নিজস্ব সংবাদদাতা, বারাসতঃ

বৃহস্পতিবার বিনা পয়সার হাট বসল বারাসত হরিতলা মোড়ে। ২০০ জনকে এই হাটে ঢুকতে দেওয়া হয়। লকডাউনে শহরের অধিকাংশ বড় দোকান-বাজার বন্ধ, চূড়ান্ত ক্ষতির মুখে কৃষকরা। তাঁদের সমস্যার খানিকটা সমাধানের প্রচেষ্টায় এই প্রয়াস।

free of cost market in barasat | newsfront.co
নিজস্ব চিত্র

আমডাঙ্গার কৃষক রমজান আলি জানান, পৈতৃক সামান্য জমিতে পটল আর ভেন্ডির চাষ করেছেন। সুন্দর ফলনও হয়েছে এবার।

কিন্তু লকডাউনের জেরে তাঁদের কপালে চিন্তার ভাঁজ! লকডাউন শুরু হওয়া থেকেই বারাসতের হরিতলা মোড়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা চাল, ডাল, আলু, সয়াবিন ও সাবানের প্যাকেট দুঃস্থদের মধ্যে বিলি করে আসছিলেন।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন

শহরের প্রতিষ্ঠিত মানুষদের থেকে সাহায্য নিয়ে চলছিল সমাজসেবা। এবার কৃষক ও হকার্স-দের বাঁচাতে শুরু হল বিনা পয়সার সবজির হাট।

এখানে মিলছে আলু,লঙ্কা,পেঁয়াজ ,কুমড়ো, শাক সবই। এই হাটে ঢুকতে গেলে প্রথমে হাত জীবাণুমুক্ত করতে হবে, তারপর ফুল দিয়ে অভ্যর্থনা করা হয় গ্রাহককে।

আয়োজকদের আবেদন, লজ্জা নিয়ে কেউ যেন হাটে না আসে বরং গ্রাহককে সম্মান জানাতেই হাটের নাম রাখা হয়েছে  ‘শ্রদ্ধা হাট’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here