ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের উদ্যোগে বিনামূল্যের বাজার

0
23

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের উদ্যোগে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কুতুবপুর মিস্ত্রীপাড়া এলাকায় চালু হলো বিনামূল্যের বাজার। ধাপে ধাপে প্রায় সাড়ে তিন হাজার দুঃস্থ মানুষকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, বিস্কুট, মুড়ি, ন্যাপকিন এবং অন্যান্য সবজি বিতরণ করা হয়।

Niharranjan Ghosh | newsfront.co
ফাইল চিত্র

সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে বাজারে প্রবেশ করেন দুঃস্থ মানুষেরা। উল্লেখ্য, করোনা মোকাবিলায় মালদা জেলাতেও চলছে লকডাউন।এই পরিস্থিতিতে গরিব মানুষদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়।চেয়ারম্যান তথা বিধায়ক নীহাররঞ্জন ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান।

আরও পড়ুনঃ মানুষকে খাবার দিতে এক হলো ইসলামপুরের দুটি ক্লাব

নিজের হাতে খাদ্য সামগ্রী দুঃস্থদের হাতে তুলে দেন তিনি। এছাড়াও বিনামূল্যের বাজারে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রাজশ্রী দে সহ অন্যান্যরা। এই বিষয়ে চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ জানান কুতুবপুর যুবক বৃন্দ ক্লাবের উদ্যোগে এইরকম পরিস্থিতিতে বিনামূল্যে বাজারের আয়োজন করা হয়েছে। ২৬ রকমের জিনিস রয়েছে এই বাজারে।

তার পাশাপাশি তিনি আরো জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে কোন অসহায় মানুষ অভুক্ত না থাকে তার জন্য নানা উদ্যোগ নিয়েছেন। তাকে সম্মান জানাতে এখানকার কাউন্সিলর এবং স্থানীয় ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই বিনামূল্য বাজারের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here