চুঁচুড়া পুর এলাকায় বসল বিনামূল্যে সবজি বাজার

0
73

মোহনা বিশ্বাস, হুগলিঃ

শুক্রবার চুঁচুড়ার ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতে কেওটা কুলতলা এলাকায় বসলো বিনামূল্যে সবজি বাজার। করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতির চাপে অনাহারে ভুগছেন বহু মানুষ।

market | newsfront.co
নিজস্ব চিত্র

এমতাবস্থায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল তৃণমূল। তৃণমূলের উদ্যোগে এবং বিধায়ক অসিত মজুমদার-এর সহযোগিতায় হুগলি-চুঁচুড়া পৌরসভার ২নং ওয়ার্ডে এদিন বসল বিনামূল্যে সবজি বাজার। এদিন ৪০০ জন দুঃস্থ মানুষের হাতে সবজি তুলে দিলেন বিধায়ক ও স্থানীয় তৃণমূল নেতারা। সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিন সবজি তুলে দেওয়া হয় দুঃস্থদের হাতে।

আরও পড়ুনঃ কালিয়াচক থানাতে বসল অল বডি স্যানিটাইজেশন মেশিন

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, ‘কাঁচা সবজির বাজার হুগলি-চুঁচুড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বসছে। আজ ২নং ওয়ার্ডে বসেছে। এদিন প্রায় ৪০০ জন দিন আনা দিন খাওয়া মানুষের হাতে সবজি তুলে দেওয়া হল। যতদিন লকডাউন চলবে, বিভিন্ন ওয়ার্ডে এইরকমভাবেই বিনামূল্যে কাঁচা সবজি দেওয়া হবে দুঃস্থদের। এর আগেও খেটেখাওয়া মানুষগুলোর কাছে চাল, ডাল পৌঁছে দিয়েছেন দলের সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই আমরা মানুষের পাশে সবসময় আছি। লকডাউনে তৃণমূল সকল সদস্য বিভিন্নভাবে মানুষকে সাহায্য করছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here