আবাসিক পড়ুয়াদের নিখরচায় টিউশনি পড়াবেন নয়াগ্রাম থানার সিভিকরা

0
24

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

আবাসিক পড়ুয়াদের নিখরচায় টিউশনি পড়াবেন সিভিকরা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের ব্লকের কলমাপুখুরিয়া ভোলানাথ এস.সি হাইস্কুলের আবাসিক পড়ুয়াদের জন্য এগিয়ে এসেছেন নয়াগ্রাম থানার সিভিকরা। স্কুলের ছাত্রাবাসে প্রায় একশোর বেশি পড়ুয়া থাকে। তাঁদের মধ্যে বেশিরভাগই দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী এবং তপসিলী জাতি ও উপজাতি ভুক্ত। বিদ্যালয়ের পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুয়ায়ী একাজে এগিয়ে আসেন স্নাতক পাশ করা সিভিকরা। শুক্রবার বিদ্যালয়ে সিভিকদের আবাসিক পড়ুয়াদের পাঠদানের অনুষ্ঠানিক সূচনা হয়।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, নয়াগ্রামের ডিএসপি সুব্রত মণ্ডল, নয়াগ্রাম থানার আইসি কৃষ্ণেন্দু দত্ত, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুমন সাউ, স্কুলের প্রধান শিক্ষক বীরসিং হেমব্রম প্রমুখ। বিদ্যালয়ের পরিচালন সমিতির সুমন সাউ বলেন,‘প্রায় ৫০-৬০ জন সিভিক ভলেণ্টিয়ার বিনা পয়সায় স্কুলের আবাসিক পড়ুয়াদের কোচিং দেবেন। এতে আমাদের স্কুলের পড়ুয়ারা খুবই উপকৃত হবে আশা রাখছি। পাশাপাশি আমরা ছাত্রাবাসের ছেলেদের পড়াশুনা করার জন্য বই, খাতা, কলম বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here