করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী শতায়ু স্বাধীনতা সংগ্রামী এইচ এস দোরাস্বামি

0
65

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

করোনার ভয়ে আতঙ্কিত গোটা দেশ। সংক্রমণ ও মৃত্যু মিছিল অব্যাহত। এমন অবস্থাতেও করোনাকে জয় করছেন একাধিক মানুষ। রাখতে হবে মনের জোর, থাকতে হবে হাসিখুশি। ঠিক যেভাবে ১০৩ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী এইচ এস দোরাস্বামি করোনাকে হারিয়ে মাত্র পাঁচদিনে সুস্থ হয়ে ফিরলেন বাড়ি।

hs doreswamy | newsfront.co
এইচ এস দোরাস্বামি। ছবি সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

পাঁচদিন আগে করোনায় সংক্রমিত হয়ে বেঙ্গালুরুর শ্রী জয়দেব কার্ডিওভাসকুলার সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি ছিলেন তিনি। ৫দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন দোরাস্বামি। এইচ এস দোরাস্বামি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম সক্রিয় যোদ্ধা। স্বাধীনতা অর্জনে ১৪ মাস জেলও খেটেছেন তিনি। মাইসোর আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণে এবার কড়া লকডাউন প্রয়োজনঃ আইসিএমআর

করোনাকে কাবু করে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সংবাদ মাধ্যমকে দোরাস্বামী জানান, ” গত কয়েকদিন ধরে আমার শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। তবে সেভাবে কোনও সমস্যা না থাকলেও শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।” শতায়ু এই স্বাধীনতা সংগ্রামীর করোনা জয়ে উচ্ছ্বসিত তার পরিবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here