নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাফাল চুক্তির গা থেকে দুর্নীতির গন্ধ আর কিছুতেই যাচ্ছে না। এবার রাফাল কাণ্ডে দুর্নীতি খুঁজতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল ফ্রান্স।
ফ্রান্সের একটি সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’-এর রিপোর্টে উঠে আসে দুর্নীতির তথ্য। তারা অভিযোগ তোলে রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা দাসো এভিয়েশন, ভারতীয় এক ‘মিডলম্যান’কে ১০ লক্ষ ইউরো শুধুমাত্র ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছে। শুধু অভিযোগ নয়, এ সংক্রান্ত কিছু নথিপত্রও পেশ করা হয় মিডিয়াপার্টের তরফে।
আরও পড়ুনঃ ৩ কোটি ফেসবুক, ২কোটি ইনস্টাগ্রাম পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ সংস্থার
একই সঙ্গে একটি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই নিয়ে তদন্তের দাবি জানায়। এরপরেই ফ্রান্সের আর্থিক অপরাধ দমন বিভাগ (পিএন এফ) জানায়, রাফাল চুক্তি নিয়ে নতুন করে বিচার বিভাগীয় তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। ইতিমধ্যেই এই তদন্তে নিয়োগ করা হয়েছে একজন বিচারককেও।
উল্লেখ্য, ২০১৮ সালে তথ্য প্রমাণের অভাবে রাফাল চুক্তি নিয়ে তদন্তের দাবি খারিজ করে দিয়েছিল পিএনএফ। ফ্রান্স সরকারের এবারের এই পদক্ষেপ মোদী সরকারের অস্বস্তি বাড়াবে বলেই অনুমান সংশ্লিষ্ট মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584