নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফরাসি নিউজ পোর্টাল মিডিয়াপার্টের তদন্তমূলক প্রতিবেদনের চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে রাফাল চুক্তির আগে কিভাবে ‘মধ্যস্থতাকারী’ সুসেন গুপ্তা হাতে পান প্রতিরক্ষা মন্ত্রকের গোপন তথ্য। এই গোপন তথ্য পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছিল দাসোঁ। রাফালের মূল প্রতিদ্বন্দ্বী ছিল ইউরোফাইটার যুদ্ধবিমান।
মিডিয়াপার্টের রিপোর্ট অনুযায়ী চুক্তি নিয়ে দর কষাকষির ক্ষেত্রে ইউরোফাইটার একটি সংশোধিত প্রস্তাব দেয় তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলিকে। ইউরোফাইটারের সেই সংশোধিত প্রস্তাবের গোপন নথিও পৌঁছে যায় সুসেন গুপ্তার কাছে। স্বাভাবিক ভাবেই ওই নথি হাতে পাওয়ার পর রাফালের পক্ষে ‘দর কষাকষি’ অনেকটাই সহজ হয়ে যায়।
আরও পড়ুনঃ রাফাল নিয়ে বিতর্ক, ভারতীয় সংস্থাকে ১০ লক্ষ ইউরো ‘উপহার’ দিয়েছে ফরাসি সংস্থা দাসো
‘অগস্তা ওয়েস্টল্যান্ড’ চপার কাণ্ডের মধ্যস্থতাকারী সুসেন গুপ্তা এরপর ২০১৬ সালের ২০ জানুয়ারির একটি নোটে দাসোঁকে পরামর্শ দিয়েছিলেন চুক্তির জন্য আলাদাভাবে ৭৮৭ কোটি ইউরোর পারচেজ কস্ট রাখার। পরের দিনের বৈঠকে দাসোঁ-র টিম ঠিক এই অর্থেরই প্রস্তাব দিয়েছিল এবং ঠিক ৭৮৭ কোটি ইউরোতেই রাফাল চুক্তি চূড়ান্ত হয়। মিডিয়াপার্টের প্রতিবেদন অনুযায়ী এই চুক্তি বাবদ বিপুল অংকের কমিশন পেয়েছিলেন সুসেন গুপ্তা।
আরও পড়ুনঃ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের জীবনাবসান
ফরাসি নিউজ পোর্টাল মিডিয়াপার্ট জানিয়েছে, এই আর্থিক লেনদেন সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে ইডি। কিন্তু এরপরেও রাফাল নিয়ে কোনও তদন্ত রিপোর্ট দেয়নি ইডি, যদিও আগের চপার দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ছিলেন সুসেন গুপ্তা। কিন্তু কোন অজ্ঞাত কারণে ইডি মুখ বন্ধ রাখলো? সব মহলে উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584