সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ
ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো একশো নবাগত ছাত্রছাত্রীদের।পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ঠাকুরচকে অবস্থিত সারদাময়ী কলেজ অব্ এডুকেশন শিক্ষক শিক্ষণ মহিবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ উৎসব। মঙ্গলবার এই শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের সভাঘরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বর্তমান শিক্ষাবর্ষে প্রথম বর্ষে নবাগত ডি এল এড কোর্স ও বি এড্ কোর্সের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। কলেজের সিনিয়র দাদা দিদিরা গোলাপ, চন্দন ও উপহার দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন।
উপস্থিত ছিলেন কলেজের সম্পাদক বিশিষ্ট শিক্ষক শুভেন্দু ভূঞ্যা, ডি এল এড ও বি এড বিভাগের প্রধান যথাক্রমে মণীন্দ্র সিংহ ও অনিন্দ্য সুন্দর জানা। এছাড়াও কলেজের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ সহ কলেজের শিক্ষক শিক্ষিকারা। আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের বর্তমান ও নবাগত ছাত্রছাত্রীরা। সঞ্চালনা করেন কলেজের ছাত্র রাজকুমার ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584