নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনার প্রকোপে বিপর্যস্ত গোটা দেশ। সংক্রমণ ঠেকাতে অনেক রাজ্যেই জারি হয়েছে লকডাউন, কারফিউ, বিধি নিষেধাবলী।জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু অতিথিরাই উপস্থিত হতে পারবে বিয়ের অনুষ্ঠানে। কিন্তু মধ্যপ্রদেশে দেখা গেলো এক আলাদা দৃশ্য।অনুষ্ঠান বাড়ির ভুরিভোজ করতে গিয়ে দিতে হল ‘ব্যাঙ লাফ’।
বিয়েবাড়িতে এমন অবস্থার সম্মুখিন হওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবেনি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দ শহরে।সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, ভিন্দ শহরের উমারি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০জন অতিথি জমায়েত হয়েছিলেন। এই জমায়েতের খবর পেয়েই ওই অনুষ্ঠান বাড়িতে হানা দেয় পুলিশ। লকডাউন নিয়ম ভঙ্গের অভিযোগে কিছুজনকে আটক করে পুলিশ এবং মাঠের পাশে একটি রাস্তায় ‘ব্যাঙ লাফ’ দেওয়ায়।
আরও পড়ুনঃ ‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারি ঘোষণা কেন্দ্রের, রাজ্যগুলিকে জানাতে হবে যাবতীয় তথ্য
ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় ১৭ জন লাইন দিয়ে ‘ব্যাঙ লাফ’ দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে আছেন পুলিশ আধিকারিকরা। যদিও পরে তাঁদের লকডাউন সম্পর্কে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।অন্যান্য রাজ্যের মতো মধ্যপ্রদেশেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
আরও পড়ুনঃ কর্নাটকে করোনায় মৃত্যুর হারে ২০ থেকে ৪৯ বছর বয়সিরাই বেশি
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে সাত হাজারের অধিক। সংক্রমণ রোধে কঠোর হতে জমায়েত রুখতে জারি হয়েছে নিষেধাজ্ঞা।।গত সপ্তাহে লকডাউনের নিয়মভঙ্গের জন্য বিহারের কিশানগঞ্জেও এমন ঘটনা দেখা গিয়েছিল। বাজারের ভেতর জমায়েত করায় একদল যুবককে ‘ব্যাঙ লাফ’ ও ‘হামাগুড়ি’ দেওয়ায় পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584