শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দেশে মহামারী শুরু হওয়ার আগে যথেষ্ট জনপ্রিয় ছিল ফুড ডেলিভারি অ্যাপগুলি। কিন্তু মহামারীর জেরে সম্পূর্ণ কার্যকলাপ বন্ধ হয়ে যায় সংস্থাগুলির, বিপুল ক্ষতি হয় কর্মীদেরও। এদিকে বিক্রি বাড়িয়ে অতিরিক্ত রাজস্ব আয় এবং ভিড় এড়িয়ে অনলাইনে সহজে মদ বিক্রি এবং বাড়িতে ডেলিভারির জন্য এবার বেসরকারি সংস্থার চুক্তিবদ্ধ হতে দরপত্র আহ্বান করেছিল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগম লিমিটেড (ডব্লুবিএসবিডিএল)।
সবচেয়ে আগে সেই দরপত্র তুলে জমা দিয়ে বাড়িতে গ্রাহক চাইলে মদের ডেলিভারির ছাড়পত্র আদায় করে নিল জোম্যাটো, সুইগি, স্পেনসার্স এবং হিপ বার নামে চারটি অ্যাপ সংস্থা। প্রসঙ্গত, এর মধ্যে জোম্যাটো ও সুইগি ফুড ডেলিভারি অ্যাপ হিসাবে পরিচিত ও জনপ্রিয়। বাড়িতে মদ সরবারহের জন্য গত ৫ জুন দরপত্র আহ্বান করে রাজ্য সরকার।
আবগারি দফতর সূত্রের খবর, এই চার অ্যাপ সংস্থাই দরপত্র সবচেয়ে প্রথমে তুলে তা জমাও করে দিয়েছে। যদিও আগামী ১৫ জুন পর্যন্ত তা জমা দেওয়া যাবে। তবে ইতিমধ্যেই এই চার সংস্থার কাছ থেকে প্রথম সাড়া মেলায় প্রথম পর্যায়ে তাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে বলেই খবর। সুইগি, জোম্যাটো, স্পেনসার্স ও হিপ বার-এই চার সংস্থা শহর কলকাতা ও শহরতলিতে প্রথম পর্যায়ে মদ বাড়িতে সরবরাহ শুরু করবে।
আরও পড়ুনঃ বর্ষাকালীন আমেজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে খিচুড়ি আর ভোট আলোচনায় মাতলেন মোদী
অন্যদিকে, যেহেতু এখনও আবেদন করার সময় রয়েছে, তাই এরপর যদি অন্য কোনও সংস্থা দরপত্র জমা দেয় তাহলে সবদিক খতিয়ে তাদের ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগে আসার ভিত্তিতে এবং সঠিক চুক্তিতে এই ছাড়পত্র দেওয়া হচ্ছে। আবার হয়তো এই চার সংস্থার বাইরে আর কাউকে ছাড়পত্র না দেওয়াও হতে পারে, যদি না এই চার সংস্থার থেকে ভাল মানের দরপত্র হয়, এমনটাই মত দফতরের আধিকারিকদের একাংশের। তবে সেটা পাকাপাকি ভাবে জানা যাবে ১৫ জুনের পর।
আরও পড়ুনঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
অন্যদিকে, এতদিন বসে থাকার পর এবার পশ্চিমবঙ্গে খাবারের সঙ্গে মদের হোম ডেলিভারির অনুমতি পেয়ে প্রচন্ড খুশি চার সংস্থারই শীর্ষ আধিকারিক থেকে কর্মীরা। বলে রাখা ভাল, ইতিমধ্যেই দিল্লি, মুম্বই, ঝাড়খণ্ড, ওড়িশায় এভাবে অনলাইনে মদ বিক্রি করা হয়। এবার তা চালু হল পশ্চিমবঙ্গেও। আর নিয়মিত খাবারের থেকে মদের চাহিদা অনেক মানুষের কাছে কিছুটা বেশি, এমনটা উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়। তাই লকডাউন পর্বে বসে থাকা ক্ষতি এবার এই রাজ্যেও খাবারের সঙ্গে মদের হোম ডেলিভারির মাধ্যমে অতিরিক্ত খেটে পুষিয়ে নিতে চায় অ্যাপ সংস্থাগুলি।
সুইগির পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, শুক্রবারের মধ্যেই কলকাতা ও শিলিগুড়িতে মদ সরবারহ করা হবে। জোমাটোও জানিয়েছে, চলতি সপ্তাহেই তা শুরু হবে। তবে স্পেনসার্স ও হিপ বার নির্দিষ্ট করে দিনক্ষণ না জানালেও খুব শীঘ্রই তা শুরু করবে বলেই খবর। সুইগি ও জোমাটো নিজেদের অ্যাপে এই ক্ষেত্র জুড়ে দিয়েছে। এছাড়া ৪ টি অ্যাপই নিজেদের রেজিস্ট্রার্ড গ্রাহকদের এখন থেকে এই বিশেষ সুবিধার কথা এসএমএসের মাধ্যমে জানিয়েও দিয়েছে। তাই এখন আর কোনও সমস্যা নেই। আজ, শুক্রবার থেকেই বাড়িতে বসেই মদ পেয়ে যাবেন শহরের সুরাপ্রেমীরা। তারপর শুধু গ্লাসের চুমুক দেওয়ার অপেক্ষা!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584