নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা কমে যাওয়ায় তৃণমূলের টিকিটে জয়ী হওয়া পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি জেলার বিভিন্ন প্রান্তে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে।তাতে কোচবিহার জেলা থেকে কার্যত প্রতিদিন তৃণমূল ছেড়ে বিজেপির যোগদানের হয়েই থাকে।আজ বিকেলে শীতলকুচি ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করলেন।
এদিন বিজেপিতে যোগ দিলেন গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার বর্মন সহ ৯ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিজেপির কোচবিহার জেলা সম্পাদক মনোজ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন শীতলকুচির বিজেপি অবজারভার কনক বর্মন,স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি হিরেন বর্মন,বিজেপির জেলা কমিটির সদস্য যোগেশ বর্মন।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগদান পূর্বস্থলীতে
এদিন বিজেপিতে যোগ দিয়ে গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার বর্মন জানান, ‘কোন জোড় জবরদস্তি নয় নিজের সদইচ্ছাই আমরা বিজেপিতে যোগ দিলাম। কারণ বিগত দিনের মোদিজীর উন্নয়ন দেখে বিজেপিতে যোগদান করলাম এবং তাঁর দলের কর্মকান্ডের প্রতি আপ্লুত হয়ে কিন্তু বিজেপিতে যোগ দান করা।’
বিজেপির কোচবিহার জেলা সম্পাদক মনোজ ঘোষ বলেন, ‘এদিন তৃণমূলের ৯ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন।তাঁরা লোকসভা ভোটের ফলাফল ঘোষনার পরেই আমাদের কাছে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করেছিলো। তাই আমরা আজ দলীয় পতাকা হাতে তুলে দেওয়া হল।’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয় পেতেই দল বদলের পালা শুরু হয়েছে কোচবিহারে। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরের পতাকা প্রতিদিন হাতে তুলে নিচ্ছে কর্মী সমর্থকরা। পালা বদলের এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০টি তৃনমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হয়।
গত পঞ্চায়েত নির্বাচনে ১২৮টি গ্রাম পঞ্চায়েতের দখলে ছিল ১টি। এখন দলে দলে রঙ পাল্টাবার ফলে সেই চিত্র বদলাচ্ছে। বিগত কয়েকদিনে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ৫৬ জন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় পাঁচটি গ্রাম পঞ্চায়েতের কার্যত দখল নিয়েছে বিজেপি।
বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা জানিয়েছেন বলেন, ‘গত কয়েক দিনে ২২টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সংখ্যা গরিষ্ঠ পঞ্চায়েত সদস্য বিজেপি দলে যোগ দিয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584