নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা ভাইরাসের মোকাবিলা করতে চালু হওয়া লকডাউনের জেরে দিনভর দেখা মিলছে না ক্রেতাদের । রমজান মাস শুরু হয়েছে। আগামীকাল অক্ষয় তৃতীয়ার উৎসব।
তাই বিক্রির আশায় ফলের পসরা সাজিয়ে রায়গঞ্জের বাজারগুলিতে বসে রয়েছেন ফল বিক্রেতারা। ফল নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কায় বর্তমানে অনেক ফলের দাম কমিয়েছেন তাঁরা। তা সত্ত্বেও ভিড় হচ্ছে না দোকানে।
আরও পড়ুনঃ সাধারণ ওয়ার্ডে সংক্রমণের জের! বেলেঘাটা আইডির ১৪ জন চিকিৎসক কোয়ারেন্টাইনে
স্বাভাবিকভাবেই রাজ্যের অন্যান্য জায়গার মতোই উত্তর দিনাজপুর জেলার ফল ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। তাঁদের দাবি, চাহিদার থেকে অনেক বেশি জোগান থাকলেও বিক্রি-বাট্টা প্রায় একদমই হচ্ছেনা।
কতদিন এভাবে চলবে তাই নিয়েও চিন্তিত রয়েছেন তাঁরা। যদিও যে দু-একজন ফলের দোকানে আসছেন তাঁদের কেনাকাটা আপাতত মন ভোলাতে পারছে না ফল বিক্রেতাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584